ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - সড়ক সংস্কারের ১৫ দিনের মাথায় বেহাল !

সড়ক সংস্কারের ১৫ দিনের মাথায় বেহাল !

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের বহেরাতলা সড়কটি বেহাল দশায় গত কয়েকবছর ধরে জনদুর্ভোগের অতি সম্প্রতি সংস্কার করা হয়েছিল্ জনগুরুত্বপূর্ণ ব্যস্ততম এ সড়ক সংস্কারের ১৫ দিনের মাথায় পিচ পাথর উঠে গেছে। নিম্নমানের কাজের কারনে এ সড়কে খানা-খন্দ হয়ে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে । এতে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সূত্রে জানাযায়, স্থানীয় পৌর শহরের আইনজীবি ভবন হতে বহেরাতলা ও উঃ মিঠাখালী গ্রামের বাবু মিয়ার পুকুর হতে শাহজাহান মিয়ার বাড়ি পর্যন্ত ৯’শ ৩০ মিটার ২০১৬-২০১৭ অর্থ বছরে সড়ক সংস্কারে ৩৬লাখ টাকা বরাদ্দ হয় । অর্থ বছর শেষ হওয়ার পর সম্প্রতি এ সড়কটি পিরোজপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান মাতুব্বর এন্টারপ্রাইজ সংস্কার করেন। এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, নিম্ম মানের কাজ করায় সংস্কারের ১৫দিনের মধ্যেই সড়কে বড় বড় গর্তসহ রাস্তা উচু- নিচুর কারণে যান ও পথচারী চলাচলে ভোগান্তীর সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. কামরুজ্জামান জানান, গত ১৮ জুলাই দুপুরে সংশ্লিষ্ট ঠিকাদার ম্যাটাডাম ব্যবহার না করে, সীলকোট পাথরের পরিবর্তে সিলেট চান বালু, বিটুমিনের পরিবর্তে পোড়া মবিল ব্যবহার করে দায়সারাভাবে সড়কের কার্পেটিং শেষ করেন। তিনি আরও জানান, নিম্ন মানের কাজ করায় বিকালেই গাড়ির চাকা ও পথচারির পায়ের তলার চাপে সড়কের সীলকোট উঠে যায়।

এ ব্যপারে সংশ্লিষ্ট ঠিকাদার মো. নজরুল ইসলাম হজ্বে যাওয়ায় যোগাযোগ করা যায়নি। তবে প্রতিষ্ঠানের ম্যানেজার মো. জামাল হোসেন জানান, ক্ষতিগ্রস্থ স্থানগুলো দ্রুত পূণরায় মেরামত করা হবে।

পিরোজপুরের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, এ ব্যপারে আমি মৌখিক অভিযোগ পেয়ে মেরামতের জন্য সংস্লিষ্ট ঠিকাদারকে দু’দফায় চিঠি দিয়েছি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...