ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব : মঠবাড়িয়ার মহিউদ্দিন আহম্মেদ মহিলা কলেজের আনন্দ শোভাযাত্রা

এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব : মঠবাড়িয়ার মহিউদ্দিন আহম্মেদ মহিলা কলেজের আনন্দ শোভাযাত্রা

শিক্ষাঙ্গন প্রতিবেদক >

পিরোজপুরের মঠবাড়িয়ার মহিউদ্দিন আহম্মেদ মহিলা কলেজ পরপর দুইবার এইচএসসি পরীক্ষায় সন্তোষজনক ফলাফল ও উপজেলার সেরা কলেজের কৃতিত্ব অর্জন করায় আজ রবিবার শহরে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
কলেজ ক্যাম্পাস হতে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে । এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, গভর্নিং বডির সদস্য ও অভিভাবকরা অংশ নেন।
শেষে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ আজীম-উল-হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, কলেজ গভর্নিং বডির সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, সদস্য মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমান, সদস্য মো. আরিফ-উল-হক, মো. জাহিদ উদ্দিন পলাশ, অধ্যাপক মো. ইকতিয়ার হোসেন পান্না প্রমূখ।

উল্লেখ্য, মঠবাড়িয়া পৌর শহরের মহিউদ্দিন আহম্মেদ মহিলা কলেজ পরপর দুইবার এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় সেরা কলেজের স্বীকৃতি অর্জন করে। জাতীয় নেতা ও ভাষা সংগ্রামী প্রয়াত মহিউদ্দিন আহম্মেদ পান্না মিয়া ১৯৯১ সালে নারী শিক্ষা বিস্তারে কলেজটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে কলেজটি আবাসিক কলেজ হিসেবে সহস্রাধিক ছাত্রী এ প্রতিষ্ঠানে লেখাপড়া করছে।

ছবি > এস.এম আকাশ

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...