ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বর্ষার ফুল> শুভ্র শোভন স্পাইডার লিলি

বর্ষার ফুল> শুভ্র শোভন স্পাইডার লিলি

দেবদাস মজুমদার >>

ফুল শোভন, সুবাসিত আর নয়নাভিরাম। প্রাণ ও প্রকৃতির নিসর্গের মায়া নিয়ে বর্ণবৈভবে ফুল প্রস্ফুটিত হয়। তাই বাংলার আনাচকানাচে নানা ফুল ফোটে। কিছু ফুলের চাষ হয়, আবার কিছু ফুলের চাষের প্রয়োজন পড়ে না। ফুল কেবল নিসর্গের শোভাবর্ধনই করে না, কিছু ফুল ঔষধি হিসেবে কাজে লাগে। আবার কিছু ফুল বর্ণে ও সুগন্ধে মানুষকে উদ্বেলিত করে।

ফুলের হরেক প্রজাতির মধ্যে লিলি শুভ্র শোভন ফুল। অনেক জাতের লিলি ফুল রয়েছে, তবে বেশির ভাগ লিলির বাংলা নাম নেই। নানা ধরনের লিলি ফুলের মধ্যে স্পাইডার লিলির দেখা মেলে কম।

বরগুনার বামনা উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের বাগানে এই বর্ষা মৌসুমে ফুটেছে স্পাইডার লিলি। লম্বা পাতায় হালকা সবুজ ও হলুদ রঙের আবহ। ফুলের লম্বা মঞ্জরিদণ্ডে ফোটা স্পাইডার লিলি ফুলবাগানে নয়নাভিরাম শোভাবর্ধন করেছে। কড়া মিষ্টি ফুলটির সুবাসিত গন্ধ বাতাসে অনেক দূর পর্যন্ত ছড়ায়।

বামনা উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সের বাগানের মালি মো. মোস্তফা মিয়া জানান, স্পাইডার লিলি সচরাচর দেখা মেলে না। অনেকে শখ করে নিজের বাগান কিংবা ছাদ বাগানে টবে স্পাইডার লিলি চাষ করে। ফুলটি মাকড়সার জালের সদৃশ হয়ে ফোটে। তাই এর পরিচিতি স্পাইডার লিলি। ফুলটির লম্বা মঞ্জরিদণ্ড অনেক সময় নেতিয়ে মাটিতে পড়ে।

পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সেলিম মোর্শেদ জানান, স্পাইডার লিলি ফুলের গাছের কাণ্ড অনেকটা কাঠকচুর মতো, পাতার গুচ্ছসহ এক মিটারের মতো লম্বা হতে পারে। পাতা আনারসগাছের মতো লম্বা হয়। পাতা অনেক পুরু, ভারী, আগা সুচালো আর সবুজ- হলদের আবহ। ফুল লম্বা মঞ্জরিদণ্ডের ডগায় ছত্রাকার ধবধবে সাদা আবহ নিয়ে ফোটে।

স্পাইডার লিলি ফোটার প্রধান মৌসুম গ্রীষ্মের শেষ থেকে বর্ষা পর্যন্ত। বর্ষায় ফোটা ভেজা লিলি ফুলের সুবাস বিমোহিত করে ফুলপিপাসুদের।

স্পাইডার লিলির জন্মস্থান মূলত দক্ষিণ আফ্রিকা হলেও সারা পৃথিবীর উষ্ণমণ্ডলীয় দেশে এ ফুলের সম্প্রসারণ ঘটেছে। ফুলটির বৈজ্ঞানিক নাম Hymenocallis littoralis.

আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে এ ফুলের স্থানীয় পরিচিতি গো-রসুনের ফুল। এ ফুলগাছ ঔষধি উদ্ভিদ হিসেবে কবিরাজরা ব্যবহার করেন। কবিরাজরা লিভারের চিকিৎসায় স্পাইডার লিলি গাছের গোড়ার কন্দ ব্যবহার করেন। নয়নাভিরাম ফুলটি বিলুপ্তির পথে হাঁটলেও আজকাল সৃজিত উদ্যান ও শখের বাগানে দেখা মেলে।

সূত্র > কালের কণ্ঠ

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...