ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় চারদিন ব্যাপী ৪৬তম স্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

মঠবাড়িয়ায় চারদিন ব্যাপী ৪৬তম স্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

ক্রীড়া প্রতিবেদক >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাধ্যমিক স্তরের স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের অংশ গ্রহণে ৪৬তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা ভাইস চেয়ারম্যান ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান বাদশা আজ বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে চারদিন ব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. রুহুল আমীন, মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খান, সাপলেজা মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুর রাশেদ, উপজেলা আ.লীগ নেতা মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমীন ও কে.এম লতিফ ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান প্রমূখউল্লেখ্য, ৪৬তম স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার ১১ ইউনিয়নের ৪৭টি মাধ্যমিক স্কুল ও ৪৮টি মাদ্রাসাসহ মোট ৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। এতে ফুটবল,কাবাডি ও সাঁতার প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জুলাই এ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...