ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় সাংবাদিক আজমল হক হেলালের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

মঠবাড়িয়ায় সাংবাদিক আজমল হক হেলালের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি >>

দৈনিক সকালের খবর পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলালের বিরুদ্ধে তথ্য প্রযুক্তির ৫৭ ধারায় মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার সকালে মঠবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় জাতীয় দৈনিক, আঞ্চলিক পত্রিকার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশগ্রহন নেন।
পরে প্রতিবাদ সমাবেশে মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী’র সভাপতিত্বে বক্তব্য দেন, নাগরিক কমিটির সদস্য সচিব নূর হোসাইন মোল্লা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাবেক সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাবেক সাধারণ সম্পদাক মিজানুর রহমান মিজু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, সোশ্যাল জার্নালিস্ট গ্রুপের আহবায়ক মোস্তাফিজ বাদল, যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন হাওলাদার, সাংবাদিক এইচ এম আল-আমিন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলাউদ্দিন আল আজাদ, যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীন প্রমুখ।
বক্তারা বলেন, গত ৪ জুলাই মঠবাড়িয়ায় ৩০ কোটি টাকার কাজ না করে বিল উত্তোলন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার দাবি জানানোর সংবাদ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হলে স্থানীয় সাংসদ সাংবাদিকদের প্রতি ক্ষুদ্ধ হন। উক্ত সংবাদ ফেসবুকে শেয়ার ও স্ট্যাটাসে কমেন্টস্ করার কারণে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
সমাবেশে বক্তারা সাংবাদিকের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ৫৭ ধারায় স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। সেই সাথে বিতর্কিত ৫৭ ধারা প্রত্যাহারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

মানববন্ধন কর্মসূচিতে পিরোজপুর জেলা পরিষদের সদস্য আজিম-উল-হক, উপজেলা নাগরিক কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, উপজেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক খলিলুর রহমান আকন, সদস্য রিয়াজ উদ্দিন প্রমুখ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ৬ জুলাই বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া থানায় দৈনিক সকালের খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার আজমল হক হেলাল ও স্থানীয় যুবলীগ নেতা নুরুল আমীন রাসেলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য মঠবাড়িয়ার সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ফেসবুকে শেয়ার দিয়ে কমেন্টস করায় দৈনিক সকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলালের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করা হয়।
আজ বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়ার ডা. রুস্তম আলী ফরাজী কলেজের প্রভাষক মো. ফারুক হোসেন বাদি হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধন-২০১৩) এর ৫৭ ধারায় এ মামলাটি দায়ের করেন (মামলা নম্বর ০৬ তারিখ- ০৬-০৭-১৭ ইং)। ওই মামলায় মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া গ্রামের আব্দুল লতিফ ফরাজীর ছেলে সাংবাদিক আজমল হক হেলাল ছাড়াও উপজেলার পূর্ব সাপলেজা গ্রামের আফজাল হোসেনের ছেলে যুবলীগ নেতা নুরুল আমীন রাসেলকেও আসামী করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...