ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - পিরোজপুরের ৩টি আসনসহ আ’লীগের মনোনয়ন দৌড়ে সাবেক ছাত্রলীগের একঝাঁক তরুণ

পিরোজপুরের ৩টি আসনসহ আ’লীগের মনোনয়ন দৌড়ে সাবেক ছাত্রলীগের একঝাঁক তরুণ

বিশেষ প্রতিনিধি >>

আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান শতাধিক সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ক্লিন ইমেজের একঝাঁক তরুণ মুখ। সেই লক্ষে ছাত্র নেতারা মাঠে নেমেছেন তারা। নিজ নিজ এলাকায় সময় দিচ্ছেন যে যার মতো। সুখে-দুঃখে এলাকার জনগণের পাশে থাকার প্রতিশ্রুতিও দিচ্ছেন কেউ কেউ। তাদের অনেকে স্থানীয় সংসদ সদস্যের দুর্বলতা কাজে লাগাতে ব্যস্ত। এতে দলের মধ্যে নবীন প্রতিদ্বন্দ্বীদের সাথে রীতিমতো মনস্তাত্ত্বিক লড়াই চলছে স্থানীয় এমপিদের।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি আসছে ধরে নিয়েই নির্বাচনী ছক কষছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই দলীয় ফোরামে তা উল্লেখ করেছেন। সংসদ সদস্য ও দলীয় নেতাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে বিএনপি অংশ নিবে এবং তা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দলীয় এমপিদের তাদের যোগ্যতা দিয়ে উঠে আসতে হবে। যাদের ইমেজ খারাপ তাদের আর মনোনয়ন দেয়া হবে না।’ আগামী নির্বাচনের প্রার্থী প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যাদের কর্মকাণ্ডে দলের ভাবমর্যাদা বিগত দিনে নষ্ট হয়েছে আগামী দিনে তারা মনোনয়ন পাবেন না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অপোকৃত তরুণ স্বচ্ছ নেতাদেরই গুরুত্ব দেয়া হবে। মনোনয়নপ্রত্যাশীদের অবশ্যই দল ও জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে। দলীয় দুই শীর্ষ নেতার এমন বক্তব্যের পর বিতর্কিত আ.লীগের এমপিরা আতঙ্কে রয়েছেন। অন্য দিকে দলের মধ্যে থাকা প্রতিদ্বন্দ্বীরা বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। বিশেষ করে বিতর্কিত এমপিদের আসনে ছাত্রলীগের সাবেক অনেক কেন্দ্রীয় নেতাসহ ক্লিন ইমেজের তরুণ নেতারা মাঠে নেমে পড়েছেন। মনোনয়ন পেতে লবিংসহ নানা ধরনের কৌশল নিয়ে কাজ করে করছেন তারা। নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ইতোমধ্যেই একাধিক জরিপ পরিচালনা করেছে।

এসব জরিপে দেখা যাচ্ছে, বর্তমানে আওয়ামী লীগ দলীয় শতাধিক সংসদ সদস্য নিজ নিজ এলাকায় জনপ্রিয়তা হারিয়েছেন। এমনকি বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে খারাপ খবরের শিরোনামও হয়েছেন তারা। আওয়ামী লীগের নীতিনির্ধারণী মহল এসব বিতর্কিত সংসদ সদস্যকে বাদ দিয়ে অপেক্ষাকৃত তরুণ এবং সাবেক ছাত্রলীগ নেতাদের মনোনয়ন দেয়ার চিন্তা করছেন। এমন বার্তায় শতাধিক আসনে আওয়ামী লীগের অপোকৃত তরুণ প্রার্থীরা মনোনয়নের লড়াইয়ে নেমেছেন এর বাহিরে নয় পিরোজপুরের তিনটি আসন এখানে তিন আসনেই বেশ শক্ত ভাবে কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগের নেতাদের দেখা যাচ্ছে যদিও এখানে তিনটি আসনের একটি আসন আওয়ামী লীগের বাকি দুটির একটি জেপির এবং অন্যটি সতন্ত্র প্রার্থীর ।

পিরোজপুরের তিনটি আসনে মাঠে রয়েছেন সাবেক তিন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা। পিরোজপুর-১ আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, পিরোজপুর -২ আসনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসাহাক আলী খান পান্না তাকে নিজ নিজ এলাকায় গণসংযোগ চালাচ্ছেন।

পিরোজপুর ৩ মঠবাড়িয়া আসন থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমানে মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানও মনোনয়ন পেতে চেষ্টা চালাচ্ছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানাগেছে।

সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের এসব নেতা নিজ নির্বাচনী এলাকার সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। এলাকার জনগণের সমস্যা সমাধানের চেষ্টা করছেন। চেষ্টা করছেন এলাকার উন্নয়নে অবদান রাখতে। মনোনয়ন পেতে লবিং-গ্রুপিং করে যাচ্ছেন যে যার মতো করে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...