ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পাথরঘাটায় প্রতিবন্ধী ও দরিদ্র নারীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ

পাথরঘাটায় প্রতিবন্ধী ও দরিদ্র নারীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ

পাথরঘাটা প্রতিনিধি >>

বরগুনার পাথরঘাটায় প্রতিবন্ধী ব্যক্তি, অতিদরিদ্র নারী ও শিশু শিক্ষার্থীদের মাঝে সহায়ক উপকরণ, সেলাই মেশিন এবং স্কুলের পোশাক বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংগঠন ডিসএবল ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশনাল ফাউন্ডেশন (ডিডিএএফ।

তুরস্ক দূতাবাসের সহযোগী সংস্থা তুর্কিস কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি টিকার সহযোগিতায় আজ বৃহস্পতিবার সকালে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন ডিডিএফ কার্যালয়ের সামনে অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় তিন শতাধিক প্রতিবন্ধীর মাঝে ১২২টি হুইল চেয়ার, ৫০টি সাদা ছড়ি, ১০টি টয়লেট চেয়ার, অতিদরিদ্র নারীদের মাঝে ১০০টি সেলাই মেশিন এবং স্থানীয় একটি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে ৫১টি স্কুল ড্রেস বিতরণ করে সংস্থাটি।

ডিডিএফ সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা ২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. কামরুল হুদা এবং তুরস্ক দূতাবাসের সহযোগী সংস্থা টিকার সমন্বয়কারী ও দেশীয় পরিচালক আহমেত রেফিক কেটিনকেয়া, বরগুনা জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর হোসেন এবং রায়হানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান রূপকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...