ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে ৩০ টাকায় ইন্দুরকানীতে ৬৫০ জন শিক্ষিত বেকার যুবক ও নারীদের কর্মসংস্থান

ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে ৩০ টাকায় ইন্দুরকানীতে ৬৫০ জন শিক্ষিত বেকার যুবক ও নারীদের কর্মসংস্থান

পিরোজপুর প্রতিনিধি >>
সরকার ঘরে ঘরে চাকুরী দিবে এই প্রত্যাশায় মাত্র ৩০ টাকার ব্যাংক ড্রাফটের মাধ্যমে শিক্ষিত বেকার যুবক ও নারীরা চাকুরী পাচ্ছে। বুধবার যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মাধ্যমে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার শিক্ষিত বেকার যুবক ও নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইন্দুরকানী উপজেলা পরিষদে সকাল ৯ টা থেকে লাইনে দাড়িয়ে ৬৫০ জন প্রার্থীর সাক্ষাৎকার গ্রহন করেন বিভিন্ন কর্মকর্তারা ।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ন্যাশনাল সার্ভিস নিয়োগ কমিটির সভাপতি মোঃ নুরুল হুদা জানান, উপজেলার ২৪ থেকে ৩৫ বছর পর্যন্ত বয়সী এইচএসসি বা সমমানের পাশ বেকার যুবক ও নারীদের কাছ থেকে যুব উন্নয়ন অধিদপ্তর ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় পাইলট প্রকল্প হিসাবে এ বছর জানুয়ারী মাসে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর বুধবার এ উপজেলার ৬৫০ জন প্রার্থীর সনদ পত্র যাচাই বাচাই ও সাক্ষাৎকার গ্রহন করা জন্য ডাকা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হুদা জানান, সরকার শিক্ষিত বেকার যুবক ও যুব নারীদের কর্মসংস্থানের জন্য ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর আওতায় লোক নিয়োগ করছে যারা উপজেলার বিভিন্ন অফিস শিক্ষা প্রতিষ্ঠানে খন্ডকালীন চাকুরী করবে। এদেরকে ৩ মাস প্রশিক্ষণ শেষে তাদের ৬ হাজার টাকা সম্মানী দেওয়া হবে।
প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ন্যাশনাল সার্ভিস নিয়োগ কমিটির সভাপতি মো. নুরুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর একেএম আবুল খায়ের, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। বিভিন্ন কক্ষে ঘুরে ঘুরে মৌখিক পরীক্ষা পরিদর্শণ করেন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবেদ শাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফজলুর রহমান ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...