ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - সবুজ বাংলা ও আইন সহায়তা কেন্দ্রের উদ্যোগে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

সবুজ বাংলা ও আইন সহায়তা কেন্দ্রের উদ্যোগে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

মো. রাসেল সবুজ >>

শ্রীপুরে ধর্ষণের বিচার না পেয়ে ভূক্তভোগি বাবা ও মেয়ের আত্মহত্যাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্র্রতিবাদ ও দোষিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ার পরিবেশ উন্নয়ন সংগঠন সবুজ বাংলার চট্রগ্রাম বিভাগীয় শাখা ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা – আইন সহয়তা কেন্দ্র(আসক)ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা শাখার যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্রগ্রাম ই,পি,জেড সংলগ্ন ফ্রিপোর্ট বে-শপিং সেন্টারের সম্মূখ শুক্রবার বিকালে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

শেষে সবুজ বাংলা সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় শাখার অন্যতম উদ্যোক্তা ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা – আইন সহয়তা কেন্দ্র(আসক)ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো.মর্তুজা হোসাইনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, মানবাধিকার কর্মী মো. মনিরুল ইসলাম , মো. রুম্মান খাঁন, মোঃরুবেল ইসলাম , মো. আলআমিন, মো. জাকারিয়া হোসেন সাগর, মো. মিরাজ ৮ মো. কাওসার হোসাইন , মো. সজিব খাঁন, মো. সিদ্দীক, সজিব হাওলাদার, রুম্মান হাওলাদার, সবুজ মিয়া, রিয়াদুল ইসলাম, মো. মুসা, হানিফ, শহিদুল, কাওসার, আল মামুন ও সন্জু হাওলাদার প্রমূখ।

সবুজ বাংলা সংগঠনের কর্মী ও মানবাধিকার কর্মী মো.মর্তুজা হোসাইন বলেন, সাম্প্রতিককালে নারী ধর্ষণসহ নানাভাবে নারীরা নির্যাতিত হচ্ছে। শ্রীপুরে ধর্ষণের বিচার না পেয়ে বাবা ও মেয়ের আত্মহনন মেনে নেওয়া যায়না। একটা সভ্য সমাজ এটা মেনে নিতে পারেনা। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে ধর্ষণকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবির জানাই।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...