ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে খাদ্য অধিকার বাংলাদেশ এর ক্যাম্পেইন কর্মসূচি

পিরোজপুরে খাদ্য অধিকার বাংলাদেশ এর ক্যাম্পেইন কর্মসূচি

পিরোজপুর প্রতিনিধি >>
সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং খাদ্য অধিকার আইন বাস্তবায়নের দাবীতে পিরোজপুরে জমায়েত, র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খাদ্য অধিকার বাংলাদেশ, পিরোজপুর জেলা কমিটির উদ্দ্যোগে শুক্রবার সকালে একটি র‌্যালি চেম্বার অব কমার্স চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চেম্বার ভবনে শেষ হয়। র‌্যালিতে সুশীল সমাজের প্রতিনিধি, মহিলা পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক, কলেজের শিক্ষক, ছাত্র -ছাত্রী, এনজিও প্রতিনিধি, আইনজীবী, সরকারি-বেসরকারি কর্মকর্তা, কর্মচারী এবং খাদ্য অধিকার বাংলাদেশের জেলা প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
খাদ্য অধিকার ইস্যু এ বিষয়ে দেশের বর্তমান পরিস্থিতি বিশেষ করে হাওর অঞ্চলের দুর্গত মানুষের খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করার দাবীতে জেলা চেম্বার অব কমার্স এর মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বেসরকারি সংস্থা পিডিএফ এর নির্বাহী পরিচালক এবং খাদ্য অধিকার বাংলাদেশ, জেলা কমিটির কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম পান্না। বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সভানেত্রী মিসেস মনিকা মন্ডল, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, মইনুল আহসান মুন্না, দৈনিক সংবাদ এর জেলা প্রতিনিধি এবং সাপ্তাহিক পিরোজপুর বাণীর সম্পাদক জনাব এ, কে আজাদ, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, সনাক এর সহ-সভাপতি এড. শহীদুল্লাহ খান এবং বিশিষ্ট ব্যাবসায়ী আফজাল হোসাইন লাভলু।
বক্তারা বলেন, খাদ্য অধিকার আইন প্রনয়ণ দেশের সকল শ্রেনী পেশার মানুষের দাবী। সরকারকে এ বিষয়ে ভাবতে হবে। দেশের উন্নয়ন হচ্ছে ঠিকই কিন্ত এখনও দেশের অনেক অঞ্চলে খাদ্য ঘাটতি রয়েছে, বিশেষ করে সাম্প্রতিক কালের সিলেটের হাওর অঞ্চলে ভয়াভহ দুর্যোগে যে ফসলের ক্ষতি হয়েছে তা শুধু সিলেট জেলায়ই নয় গোটা দেশকে প্রভাবিত করবে। সরকার এ বিষয়ে উদ্দ্যোগ থাকলেও মনিটরিং ব্যবস্থা জোরদার নেই।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...