ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া শের-ই-বাংলা পাঠাগারে সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠিত

মঠবাড়িয়া শের-ই-বাংলা পাঠাগারে সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠিত

মেহেদী হাসান >>

পিরোজপুরের মঠবাড়িয়া শের-ই-বাংলা পাঠাগারে আজ শুক্রবার বিকালে সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। পাঠাগার আন্দোলনের আয়োজনে ১৮ তম নিয়মিত সাহিত্য আসর পাঠাগারের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বিষয় ভিত্তিক এ আয়োজনের এবারের বিষয় “নজরুল সাহিত্য”। এই পর্বের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া সাইকেলিষ্ট গ্রুপের সঞ্চালক প্রিন্স মাহমুদ। এছাড়াও আলোচনায় অংশ নেন, মোহাম্মাদ মাসুম বিল্লাহ, মেহেদী হাসান, আহমেদ ফিরোজ,মো. রাসেল মিয়া,মোঃ সাজ্জাদুল ইসলাম জুয়েল, ঐশ্বর্য ভক্ত উৎস, নিশাদ জমাদ্দার, মো. রবিউল ইসলাম, সপ্তবর্ণা শতাব্দী ঢালী, লুলু আল মারজান সহ প্রমূখ। আসর সঞ্চালনা করেন, ঐশ্বর্য ভক্ত উৎস প্রমূখ।

আলোচনার শুরুতেই নজরুল সংগীত পরিবেশন করেন, সঙ্গীত শিল্পী সপ্তবর্ণা শতাব্দী ঢালী। এরপর আলোচকরা জাতীয় কবির জীবন, দর্শন ও সাহিত্যকর্ম সম্পর্কে আলোকপাত করেন।

আলোচক প্রিন্স মাহমুদ বলেন, ” কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, আমার দ্রোহ, প্রেম, সাম্যের প্রতীক। তিনি বাংলা সাহিত্যের একজন অন্যতম ব্যক্তিত্ব। আমাদেরকে বেশী বেশী নজরুল সাহিত্য চর্চা করতে হবে।

তিনি আরও বলেন, এটা ভেবে�ই ভালো লাগছে যে আমি মঠবাড়িয়া শের-ই-বাংলা পাঠাগারের মত একটা স্থানে এতো সুন্দর জ্ঞানের আসরে অংশগ্রহণ করতে পারছি। “

শেষে আবৃত্তি চক্রে আবৃত্তিকার আহমেদ ফিরোজ আবৃত্তি করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী করিতাটি এবং অন্যান্য অনেকেই কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন কবিতা আবৃত্তি করেন।

এই সাহিত্য আসরের সার্বিক পরিচালনা করেন, কবি সাদা কাঁক (মেহেদী হাসান) ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...