ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ পালিত

পিরোজপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ পালিত

পিরোজপুর প্রতিনিধি >>
‘সবার জন্য শিক্ষা, শিক্ষার জন্য সবাই, বাস্তবায়নে এখনই সময়’-শীর্ষক শ্লোগানকে ধারন করে পিরোজপুরে পালিত হয়েছে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে ‘ডাক দিয়ে যাই’ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ তার বক্তব্যে বলেন, মান সম্মত শিক্ষার জন্য প্রাইভেট পড়ানো ও গাইড-নোটের বিকল্প বের করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভিষণ ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে একমুখি বিজ্ঞান ভিত্তিক শিক্ষার কোন বিকল্প নাই ।
জেলা শিক্ষা কর্মকর্তা রমেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনায় মুল প্রবন্ধ পাট করেন, উন্নয়ন সংগঠক ও সাংবাদিক জিয়াউল আহসান। আলোচনায় অংশ নেন অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল লতিফ মজুমদার,উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন, মনিরুজ্জামান নাসিম, মাহমুদ হোসেন শুকুর, ঈশ্বর চন্দ্র দাস, এস এম পারভেজ, শফিউল হক মিঠু, রফিকুল ইসলাম, প্রিয়াংকা সিকদার, দেবাশীষ গুহ, ফারুক আহমেদ হাওলাদার, অমল চন্দ্র মন্ডল, এস কে আলিম ও ফারুক আবদুল্লাহ।
বক্তারা বলেন, বর্তমানে দেশে শিক্ষার মানের উন্নয়ন হলেও শিক্ষদের মানের অবনতি হয়েছে। এজন্য ভাতা বৈষম্য দুর করে সকল শিক্ষা ব্যবস্থাকে একই কারিকুলামে আনতে হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...