ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে এক চিহ্নিত রাজাকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা

পিরোজপুরে এক চিহ্নিত রাজাকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা

 

পিরোজপুর প্রতিনিধি >>

একাত্তরের মহান মুক্তিযুদ্ধ চলাকলে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল আদালতে আ: মান্নান খা ওরফে মন্নাফ খা (৭৭) নামের এক চিহ্নিত রাজাকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে ইন্দুরকানী উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মুক্তিযোদ্ধা দেলোয়ার ফরাজী বাদী হয়ে পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: সাইফুজ্জামান এর বিচারিক আদালতে এ মামলা দায়ের করেন। মামলায় মোট ১৯ টি অভিযোগ আনা সহ ২২ জনকে নামীয় সাক্ষী করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৩ মার্চ শুনানীর জন্য দিন ধার্য করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার মৃত জুলমত খার ছেলে আসামী রাজাকার আ: মান্নান খা ওরফে মন্নাফ খা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধচলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে ইন্দুরকানী উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ হত্যা, ঘর-বাড়ি লুটপাট, অগ্নিসংযোগ, সংখ্যালঘুদের ধর্মান্তরিত করা ও নারীদের ধর্ষণ সহ মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেন। মামলার এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, পিরোজপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস বইয়ের ৩৩৭ নং পৃষ্ঠায় ২২ নং ক্রমিকে কুখ্যাত রাজাকার হিসেবে আসামীর নাম লিপিবদ্ধ আছে।

মামলার বাদী দেলোয়ার ফরাজী বলেন, দেশ স্বাধীন হবার পর কুখ্যাত রাজাকার মান্নান এলাকা থেকে পালিয়ে গিয়ে বেশ কয়েক বছর গা-ঢাকা দিয়ে থাকার পর ধীরে ধীরে প্রকাশ্যে আসেন। আমি তার বিরুদ্ধে মামলা করেছি। তার ন্যায়বিচার করে ইন্দুরকানিকে কলঙ্কমুক্ত করা হোক।

মামলার বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু বলেন, মামলার আসামী মান্নান খা’য়ের বিরুদ্ধে ১৯৭১ সালের মার্চ মাস থেকে ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। বিভিন্ন এলাকায় পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে মিলে মামলার

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...