ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পাথরঘাটার সাগর মোহনার চরে গুলিবিদ্ধ মৃত হরিণ উদ্ধার

পাথরঘাটার সাগর মোহনার চরে গুলিবিদ্ধ মৃত হরিণ উদ্ধার

মির্জা খালেদ,পাথরঘাটা(বরগুনা) >>

বরগুনার পাথরঘাটার সাগর মোহনায় রুহিতা চর থেকে আজ রবিবার সকালে গুলিবিদ্ধ একটি হরিণের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় জনতা। বন বিভাগের সহায়তায় মৃত হরিণের চামড়া সংরক্ষণ করার জন্য দেহটি মাটি চাপা দেওয়া হয়েছে। নদীর অপর তীরবর্তী সুন্দরবন থেকে মৃত হরিণটি ভেসে এসে থাকতে পারে বলে বন বিভাগের কর্মকর্তারা ধারণা করছেন।

উপজেলার সদর ইউনিয়নের রুহিতা চরের অধিবাসি ও বন্যপ্রাণী সংরক্ষণ স্বেচ্ছাসেবী মো. জাকির মুন্সি জানান, সকালে এক জেলের কাছে খবর পেয়ে ওই চরে গিয়ে দেখেন একটি মৃত চিত্রা হরিণ বালুচরে আটকে আছে। শরীরের পেছন দিকে বন্দুকের গুলি লাগার চিহৃ রয়েছে। স্বোচ্ছাসেবী জাকির মুন্সি বলেন, শরীরের অবস্থা দেখে মনে হয় হরিণটি ৮/৯ ঘন্টা আগে মারা গেছে। এর আনুমানিক ওজন হবে এক মণ।

পরে বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তাকে খবর দেওয়া হলে। তিনি হরিণটির চামড়া সংরক্ষণের জন্য রেখে দেন। আজ রবিবার দুপুরে এর কেরোসিন মেখে দেহটি মাটি চাপা দেওয়া হয় বলে পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. সোলায়মান হাওলাদার জানান।

স্থানীয় জনগন ও বন বিভাগের কর্মকর্তারা ধারণা করছেন, রুহিতার চরে বলেশ্বর নদীর অপর তীরে সুন্দরবনে হরিণটি কোন শিকারী দ্বারা গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়লে ভাসতে ভাসতে ওই চরে আটকা পরে। বন বিভাগের পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র জানান, মৃত হরিণের চামড়া বন বিভাগের নিকট সংরক্ষণ করা হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...