ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - শুদ্ধ শিখি শুদ্ধ লিখি-জাতীয় সঙ্গীত

শুদ্ধ শিখি শুদ্ধ লিখি-জাতীয় সঙ্গীত


এক সাগর রক্তে ভিজিয়ে আর সম্ভ্রমের চাদরে জড়িয়ে একটি দেশ পেয়েছি আমরা যার নাম বাংলাদেশ। এ দেশের পবিত্র কাদা-মাটি- জলে আমাদের বেড়ে ওঠা।তাই এ দেশটিকে আমরা মায়ের মতই ভালোবাসি। আমাদের আছে গর্ব করার মত সম্বৃদ্ধ ইতিহাস। আমরা প্রান দিয়েছি ভাষার জন্য, রক্ত ঢেলেছি মুক্ত মানচিত্রের বুকে একটি মুক্ত পতাকা ওড়ানোর জন্য। জয় বাংলা আমাদের মজ্জাগত চেতনা, মুক্তি আমাদের রক্তে, আমরা মুক্তিযোদ্ধার সন্তান। মনের সব আবেগ ঢেলে দিয়ে আমরা গাই—

“আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।”

দেশপ্রেম ধর্মের অঙ্গ। আমাদের জাতীয় সঙ্গীত সেই দেশপ্রেমের স্বরূপ অন্তর্নিহিত। তাই শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া ও লেখা দুটোই জরুরী। এ কারনেই “রেনেসাঁস মঠবাড়িয়ার” উদ্যোগে ও শের-ই বাংলা পাঠাগার এর আয়োজনে দেশব্যাপী “শুদ্ধ শিখি শুদ্ধ লিখি- জাতীয় সংগীত” প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ মহতী উদ্যোগের শুভ সূচনা করা হচ্ছে দক্ষিন বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ও আমাদের জ্ঞানার্জনের তীর্থস্থান কে, এম,লতীফ ইনস্টিটিউশন থেকে।
ইতিহাসের অংশ হওয়ার এ মহেন্দ্রক্ষনে স্বাগতম।

বাংলাদেশ আমাদের প্রান। দেশপ্রেমের প্রকৃত চেতনায় উজ্জীবিত হতে হলে অবশ্যই আমাদের দেশের ইতিহাস জানতে হবে। যা আমাদের দৃষ্টি সীমানায় থাকে তা আমরা সহজেই জানতে পারি। কিন্তু দৃষ্টির বাইরে কোন কিছু জানতে হলে বইয়ের আশ্রয় নিতে হয়। বই মানুষকে তার প্রিয় বন্ধুটির মতই প্রতিদানহীন আনন্দ দিয়ে থাকে।তাছাড়া অজানাকে জানা ও অচেনাকে চেনার সবচেয়ে সহজ ও কম খরচের পথ হচ্ছে বই। অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মানুষ জীবনকে শুধু ভোগ করে আর সুশিক্ষিত জন জীবনকে উপভোগ করে চলে। বই মানুষের জীবনকে উপভোগ করতে শেখায়। বই খুঁজে দেয় আধুনিক ও আদর্শবান হওয়ার পথ। বিদ্যালয়ে হাতে কলমে শিক্ষার পাশাপাশি মুক্তজ্ঞান চর্চার অন্যতম একটি মাধ্যম হল পাঠাগার। পাঠাগার সেই জায়গা যেখান থেকে আমরা আমাদের অন্তরের আহবান শুনতে পাই। আমরা খুবই ভাগ্যবান যে আমাদের এরকম একটি পাঠাগার আছে। দ্বিতল ভবন বিশিষ্ট মঠবাড়িয়া শের-ই- বাংলা পাঠাগারটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে আছে কয়েক হাজার দেশী বিদেশী বিভিন্ন লেখকের, বিভিন্ন বয়সের এবং বিভিন্ন বিষয়ের উপর চমকপ্রদ বইয়ের সমৃদ্ধ এক সংগ্রহশালা। তাই অন্তর চক্ষু খুলতে মুক্তবুদ্ধির চর্চার এ আহবানে আমাদের সাড়া দিতে হবে।

আসুন সকলে মিলে পাঠাগারে যাই আর জ্ঞানের তৃষ্ণা মিটাই।

জগতের আনন্দগানে সকলকে আমন্ত্রণ।
ধন্যবাদ সবাইকে।

সৌজন্যে: রেনেসাঁস মঠবাড়িয়া।
আগামীর আহবান

অনুষ্ঠানসূচী :

০৬/০৪/’১৭—
শুদ্ধ শিখি শুদ্ধ লিখি-জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা।
স্থান: কে, এম, লতীফ ইনস্টিটিউশন।

০৭/০৪/’১৭–০৮/০৪/২০১৭—
উত্তরপত্র মূল্যায়ন ও কর্মশালা।
স্থান:মঠবাড়িয়া সাধারণ পাঠাগার।

০৯/০৪/’১৭—
পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্থান: মঠবাড়িয়া সাধারণ পাঠাগার।

বিস্তারিত : https://web.facebook.com/events/204561250044627/

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...