ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুর প্রেসক্লাবের ৫০ বছর পূর্তিতে বছর ব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসব উদ্বোধন ও বর্ণাঢ্য শোভাযাত্রা

পিরোজপুর প্রেসক্লাবের ৫০ বছর পূর্তিতে বছর ব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসব উদ্বোধন ও বর্ণাঢ্য শোভাযাত্রা

 

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুর প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে বছর ব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসব এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে পিরোজপুর প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউনক্লাব মাঠে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহা-সচিব ওমর ফারুক, পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস এম সোহরাব হোসেন, পুলিশ সুপার মো: ওয়ালিদ হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও ইত্তেফাক স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, একুশে টিভির জেলা প্রতিনিধি শিরিনা আফরোজ প্রমুখ।

সভায় প্রধান অতিথি ইকবাল সোবহান চৌধুরী তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাংবাদিক বান্ধব সরকার এবং তিনি নিজেও সাংবাদিকদের কল্যানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। তার সরকারের আমলে অনেক ইলেকট্রনিক মিডিয়া এসেছে এতে করে অনেক সাংবাদিক ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করার সুযোগ পাচ্ছে এবং কর্মসংস্থানও বৃদ্ধি পাচ্ছে। তার সরকারের শাসন আমলে দেশের যেমন উন্নয়ন হচ্ছে তেমনী দক্ষিনাঞ্চলেরও ব্যাপক উন্নয়ন হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...