ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় ৪৫ স্কুল ও ৪৭টি মাদ্রাসায় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন চলছে

মঠবাড়িয়ায় ৪৫ স্কুল ও ৪৭টি মাদ্রাসায় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন চলছে

দেবদাস মজুমদার >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার ৪৫টি স্কুল ও ৪৭টি মাদ্রাসায় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে এ ভোট গ্রহণ চলছে। সকাল থেকে শিক্ষার্থী ভোটাররা লাইন ধরে নিজ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে স্থাপনকৃত ভোগ্রহণের বুথে গোপন ব্যালটের মাধ্যমে পছন্দের সহপাঠি নেতা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছে।
মঠবাড়িয়া কেএম লতিফ ইনিস্টিটিউশনের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন পর্যবেক্ষণ করে দেখো গেছে, সকাল থেকে শিক্ষার্থী ভোটাররা সু শৃংখলভাবে লাইনে দাড়িয়ে ভোট প্রদান করছে। এ ভোট যুদ্ধকে ঘিরে পুরো স্কুল অঙ্গন জুড়ে উতসবের আমেজ বিরাজ করছে। রাষ্ট্রে এসব শিক্ষার্থীরা ভোটার হতে না পারলেও নিজ স্কুলে কেবিনেট নির্বাচনে ছাত্র ছাত্রীরা ভোটার হয়ে সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে ভোট দিচ্ছে। এতে শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা বিরাজ করছে।
কেএম লতিফ ইনিস্টিটিউশনের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে দশম শ্রেণীতে সদস্য প্রার্থী ফাতিমাতুজ জোহরা বলেন, রাষ্ট্রীয় নির্বাচনে এখনও ভোটার হতে পারিনি। তবে স্কুলেল কেবিনেট নির্বাচনে আমার ভোটার হওয়ার সুযোগ হয়েছে। আবার নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীও হয়েছি । আজ স্কুলে আমাদের নির্বাচনী আমেজ। দারুণ ভাল লাগছে । সু নাগরিক হিসেবে ভোট দেওয়ার যেমন অভিজ্ঞতা হচ্ছে আবার ভোটের শৃখংলাও শেখা হচ্ছে। নির্বাচনে জিতে আমি আমার স্কুলের পরিবেশ, শিক্ষার মান উন্নয়নে কাজ করে যেতে চাই। যা আমাকে ভবিষ্যতে সুনাগরিক হিসেবে রাষ্ট্রিয় কাজে সহায়ক হবে।
ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণী ছাত্র ভোটার মো. হাসিব খান ভোটাধিকার প্রয়োগ করে আনন্দে বলে, আমাদের নির্বাচন আমরাই মিলে মিশে করছি। ভোট দেওয়ার অভিজ্ঞতা পেয়ে ভাল লাগছে। স্কুলের সকল সহপাঠি মিলে আজ একটা আনন্দের দিন কাটালাম।

মঠবাড়িয়া কেএম লতিফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের মধ্যে যোগ্য নেতৃত্বের বিকাশ ও গণতান্ত্রিক চেতনায় দায়িত্বশীল সু নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে সারাদেশ জুড়ে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পর্যায়ে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা ও শ্রদ্ধা প্রদর্শন। শিক্ষা প্রতিষ্ঠানে শিখন শিখানো কার্যক্রমে শিক্ষকমন্ডলীকে সহায়তা করা।শিক্ষা প্রতিষ্ঠানে ১০০% ছাত্র ভর্তি ও ঝড়ে পড়া রোধে সহযোগিতা করা।শিখন শেখানো কার্যক্রমে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সম্পৃক্ত করা। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশগ্রহন নিশ্চিত করা। ক্রীড়া সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষে এ স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচন শিক্ষার্থীকে ভবিষ্যতে সু নাগরিক ও দেশপ্রেমিক গণতান্ত্রিক বোধে উদ্বুদ্ধ করবে আশা করছি।

মঠবাড়িয়া হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আরিফ-উল- হক বলেন, এ নির্বাচন একটি ব্যতিক্রমী আয়োজন। এতে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটবে যা ভবিষ্যত জীবনে একজন শিক্ষার্থী সু নাগরিক হিসেবে দায়িত্বশীল মানুষে পরিনত করবে। তিনি জানান, নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি কার্যক্রমের দায়িত্ব পালন করবে। এতে নির্বাচিত ৮জন প্রতিনিধি থাকবে। এ কেবিনেট পরিবেশ সংরক্ষণ, পুস্তক ও শিখন সামগ্রী, স্বাস্থ্য সুরক্ষা, (৪) ক্রীড়া, ও সাংস্কৃতি এবং সহপাঠ কার্যক্রমে ভূমিকা পালনের পাশাপাশি পানি সম্পদ, বৃক্ষ রোপন ও বাগান তৈরি, বিভিন্ন জাতীয় দিবস ও অনুষ্ঠান উদযাপন এবং অভ্যর্থনা ও আপ্যায়ন ও আইসিটি সম্প্রসারণে সহায়কের ভূমিকা পালন করবে।

ছবি >> সুজিত বিশ্বাস

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...