ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় দাম্ভিকতার রাজনীতি নয় চাই মূল্যবোধের রাজনীতি

মঠবাড়িয়ায় দাম্ভিকতার রাজনীতি নয় চাই মূল্যবোধের রাজনীতি

তৌহিদ সোহেল >>

রাজনীতি শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা জীবন-জীবীকার প্রতিক্ষেত্রে তা বিরাজমান। ব্যক্তিজীবন, শিক্ষাজীবন, সামাজিক জীবন, সাংসারিক জীবন, শ্রমজীবন এবং ধর্মীয় জীবন প্রতিটি ক্ষেত্রেই রাজনৈতিক শব্দটি দিক-নির্দেশক। যে রাজনীতি হজরত মুহাম্মাদ (সঃ) ধর্মীয় চেতনাকে জাগ্রত করা লক্ষ্যে করেছে। যে রাজনীতি ইসলামের চার খলিফা করেছেন, ইসলাম ও নবীর সুন্নাত অন্তরে লালন করে। যাতে ছিলনা হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা। শুধু আলোর সন্ধান। যে রাজনীতি সম্রাট বাবর, সম্রাট হুমায়ন, সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর, সম্রাট শাহজাহান, সম্রাট আওরাঙ্গজেব করেছেন বিশেষ কিছু মূল্যবোধ তুলে ধরে। যে রাজনীতিকে ধারন করে বিশ্বাসী সেনাপতির অভাবে পলাশীপ্রান্তরে নবাব সিরাজুদৌলার ব্রিটিশদের নিকট পরাজিত হয়েছে। দীর্ঘকাল পর্যন্ত ভারতবর্ষ ছিলো নির্যাতিত। যে রাজনীতি ৫২’তে রক্তের বিনিময়ে আমাদের বাংলা ভাষার অধিকার দিলো, ৭১’তে স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে নতুন দেশের রূপরেখা তৈরী হয়। কিন্তু সেই রূপকারকে স্বাধীনতার কিছুদিন পরেই বিশ্বাসী বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রে শহীদ হতে হয়। সেই আমাদের প্রিয়নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই হাতে গড়া সংগঠনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা। সেই সংগঠনকে সঙ্গী করে, বঙ্গবন্ধু লালনপালন করে আজ অনেক সু-কৌশলীরা লাক্ষপতি-কোটপতি, মন্ত্রী, এম. পি, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান -সদস্য। কিন্তু তাদের কর্ম-কান্ড দেখলে মনে হয়, তারা অর্থের বিনিময়ে সব পেয়েছে আর অর্থের মাধ্যমেই নিজেকে সমৃদ্ধ করবে। এতে কে আমার দলীয় কর্মী বা নেতা, তা মূখ্য বিষয় নয়। শুধুই নিজেকে বিত্তবান… আমার এলাকার দিকে যদি তাকাই এই একই অবস্থা। আজ নিবেদিত কর্মীর মনে একটুও হাসি নেই বরং কোন না কোন কারনে প্রিয় নেতার কর্তৃক ক্ষতিগ্রস্ত। আমি ছাত্র রাজনীতি করি, আমার জানা নেই কোন প্রিয় নেতা তার কর্মীকে চাকরী কিংবা অন্য কোন সুবিধাজনক সহযোগীতা করেছে। বিনিময় ব্যতীত… আজ আমার শহর আক্রান্ত দাম্ভিকতা ও ক্ষমতার আধিপত্যকে কেন্দ্র করে। আবার অতি উৎসাহীরাও কম যায় না, নেতার আকৃষ্টের মাত্রা এতটায় বেশী যে, ধরাকে সরা মনে করে। অবশেষে বলতে চাই, এই অবস্থা থেকে সকল নেতা-কর্মীরা অবশ্যই ফিরে এসে একত্রিত হবে। ইনশাআল্লাহ শুধু একটা নির্বাচনের অপেক্ষা। জয়বাংলা

লেখক > তৌহিদ সোহেল, রাজনৈতিক সচেতন কর্মী

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...