ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - কুমিরের থাবায় প্রাণ গেল মঠবাড়িয়ার মেধাবী ছাত্রের

কুমিরের থাবায় প্রাণ গেল মঠবাড়িয়ার মেধাবী ছাত্রের

দেবদাস মজুমদার, তালতলী থেকে ফিরে >

পিরোজপুরের মঠবাড়িয়ার আসাদুজ্জামান রণি(২৯)নামে এক মেধাবী ছাত্র বরগুনার তালতলীর সোনাকাটা এলাকার টেংরাগিরি ইকোপার্কে বেড়াতে গিয়ে কুমিরের আক্রমনে মর্মান্তিভাবে নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে তালতলীর ট্যাংরাগিরি ইকোপাকের্র কুমির প্রজনন কেন্দ্রের দিঘীরপাড়ে এ মর্মান্তি ঘটনা ঘটে।

নিহত দর্শনার্থীর নাম আসাদুজ্জামান রণি । সে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক মো. গোলাম মোস্তফার একমাত্র ছেলে। সে মঠবাড়িয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের সবুজনগর এলাকার বাসিন্দা।

সম্প্রতি আসাদুজ্জামান রনি মালয়েশিয়ায় এমবিএ শেষ করে দেশে ফেরেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার বেলা পৌনে একটার দিকে আসাদুজ্জামান রনি তাঁর খালাতো ভাই আল আমিন, বন্ধু আবু সালেহ ও বন্ধুর স্ত্রী লাইজু বেগমসহ পাঁচজন ইকোপার্কে ঘুরতে যান। তাঁরা কুমির দেখার জন্য প্রজনন কেন্দ্রের পুকুরে কাছে যান। কিন্তু পুকুরে কুমির না দেখে আসাদুজ্জামান রনিসহ তিনজন কুমির প্রজননকেন্দ্রের পুকুরে নিরাপত্তা বেষ্টনীর ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে আসাদুজ্জামান রনি পুকুরের পানিতে হাত দিয়ে নাড়াচাড়া করতে থাকলে পুকুরের তীরে ঝোপের মধ্যে থাকা একটি কুমির তাঁর কাঁধে কামড়ে ধরে পুকুরে টেনে নিয়ে যায়। এ সময় তার সঙ্গীয় খালাতো ভাই ও বন্ধু আসাদুজ্জামান রনিকে অপর হাত ধরে কুমিরের মুখ থেকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। কুমির আসাদুজ্জামান রনিকে নিয়ে পুকুরের মধ্যে চলে যায়। প্রত্যক্ষদর্শী কয়েক ব্যক্তি জানান, কুমিরটি আসাদুজ্জামান রনিকে মুখে পুড়ে পুকুরের চারদিকে ঘুরতে থাকে। আধঘণ্টা পরে কুমির তাঁকে ছেড়ে দেয়। ততক্ষণে রনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তবে এ ঘটনার সময় সখানে দায়িত্বরত বনবিভাগের কোন কর্মচারী উপস্থিত ছিলেন না।

পরে অপর দুজন দ্রুত বেষ্টনীর বাইরে এসে আসাদুজ্জামান রনিকে বাঁচাতে চিৎকার শুরু করলে সেখানে বন বিভাগের কর্মী ও পর্যটকেরা ভিড় করেন। তবে তাঁদের কাছে উদ্ধার করার কোনো ব্যবস্থা না থাকায় তাৎক্ষণিক আসাদুজ্জামান রনিকে উদ্ধারে কোনো পদক্ষেপ নেওয়া যায়নি। খবর পেয়ে তালতলি থানা পুলিশ প্রজনন কেন্দ্রর দীঘিতে দড়ি দিয়ে এ্যাংকর ফেলে দুইঘন্টা চেষ্টা নিহত রণির লাশ তীরে আনতে সক্ষম হন। খবর পেয়ে পুলিশ, কোস্ট গার্ড সদস্যরা দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে যায়। বিকেল সাড়ে তিনটায় কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয় লোকজন আসাদুজ্জামান রনির মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করেন।

এ খবর পেয়ে পাশ্ববর্তী গ্রাম হতে কয়েকহাজার জনতা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ উদ্ধারকৃত লাশ তালতলী থানায় নিয়ে আসে। সেখানে নিহতর পরিবারের স্বজনরা উপস্থিত হন। পরে লাশ পুলিশ পরিবারের স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করে। রণির লাশ এ্যাম্বুলেন্সযোগে রাত ১১টার দিকে মঠবাড়িয়া পৌরশহরের সবুজনগর এলাকার বাসায় নিয়ে আসা হয়। এসময় নিহতর বাড়িতে শোকার্ত স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।

এ ব্যাপারে তালতলীর ফকীরহাট বনভূমির বিট কর্মকর্তা সজিব কুমার মজুমদার বলেন, খবর পেয়ে স্থানীয় বনকর্মীরা সাথে সাথে সেখানে ছুটে যান। ততক্ষণে কুমিরটি দর্শনার্থী রণির মৃতদেহ ছেড়ে দিলে তা পুকুরে তলিয়ে যায়। পরে স্থানীয় অধিবাসীসহ তালতলী থানা পুলিশের সহযোগিতায় দীর্ঘ দুই ঘণ্টায় প্রচেষ্টার পর নিহতের লাশ উদ্ধার করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ হালদার বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ছাত্র প্রজনন কেন্দ্রের নিরাপত্তা বেষ্টনী টপকে দীঘিরপাড়ে নেমে পানি নাড়াচাড়া করতে গেলে সে কুমিরের আক্রমনের কবলে পড়ে। তিনি আরও জানান ওই প্রজজনন কেন্দ্রে এ ধরনের মর্মান্তিক ঘটনা এর আগে আর ঘটেনি। পরিবারের স্বজনদের অনুরোধ ও সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তালতলি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এদিকে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৈছিফ আহম্মেদ ও ফকিরহাটের কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আবুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শোকার্ত পরিবারের স্বজনদের সূত্রে জানাগেছে, নিহত রণির লাশ আজ রবিবার জোহরনামাজ বাদ মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে নামাজে জানাজা শেষে মঠবাড়িয়া পৌর শহরের সবুজ নগর মহল্লায় নিজ বাড়ির কবরস্থানে দাফন করা হবে।

ছবির জন্য কৃতজ্ঞতা > মো. মোস্তাফিজ বাদল

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...