ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - কাউখালীতে ৬২টি স্কুলে ক্ষুদে শিক্ষার্থীদের ভোটযুদ্ধ

কাউখালীতে ৬২টি স্কুলে ক্ষুদে শিক্ষার্থীদের ভোটযুদ্ধ

মঠবাড়িয়া প্রতিনিধি >

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পিরোজপুরের কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৬২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচন আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব বিকাশ, গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করা ও শিক্ষাসহায়ক কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ নির্বাচন প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সারা জাগিয়েছে। কে জিতবে, কে হারবে এ নিয়ে চরম উৎকন্ঠা বিরাজ করছে। প্রার্থীদের অভিভাবকরাও রয়েছে উদ্বিগ্ন। নির্বাচনের আগ মূহুর্ত পর্যন্ত ভোট প্রার্থনা স্কুলের গন্ডি পেরিয়ে বাড়ী বাড়ী গিয়ে পৌঁছেছে। আশপাশের অভিভাবক ও কৌতুহলী অনেক মানুষই খুদে শিক্ষার্থীদের এ নির্বাচন দেখতে ভীড় জমিয়েছিলেন।

জানাগেছে, কাউখালী উপজেলায় ৬২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। কাউখালী মডেল সকরারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা ২৬৫ জন। এর মধ্যে বালক ১২৭ ও বালিকা ১৩৮ জন। বন্দরের অপর একটির কাজী হারুনুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ভোটার ৯০ জন। এর মধ্যে বালক ৫০ জন ও বালিকা ৪০ জন। সকাল ৯ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত চলে। এ নির্বাচনে নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট ও আইন শৃংখলা রক্ষায় শিক্ষার্থীরাই দায়িত্ব পালন করেছেন। শিক্ষকরা এক্ষেত্রে শুধু সহায়কের ভূমিকা পালন করেন।

কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় জানান, সরকারে এই উদ্যোগ প্রশংসনীয়। ক্ষুদে শিক্ষার্থীরা এই ভোট যুদ্ধের মাধ্যমে তাদের মধ্যে গণতান্ত্রিক মনোভাব তৈরি হবে এবং আগামী দিনের জাতি গঠনে এখন থেকেই তারা ভবিষ্যতের নেতৃত্ব হিসাবে নিজেদেরকে তৈরি করতে পারবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...