ব্রেকিং নিউজ
Home - অপরাধ - কাউখালীতে ভ্রাম্যমান আদালতে তিন ইটভাটা মালিকের জরিমানা

কাউখালীতে ভ্রাম্যমান আদালতে তিন ইটভাটা মালিকের জরিমানা

 

কাউখালী প্রতিনিধি >

পিরোজপুরের কাউখালীতে তিনিটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ইটভাটার কাঁচা ইট বিনস্ট করে দিয়েছে। এসময় আদালত অভিযুক্ত তিনটি ইটভাটা মালিককে ভ্রাম্যমান আদালত জরিমানা করে। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাব্বির আহম্মেদ আকুঞ্জি ভ্রাম্যমান আদলতে এ দন্ডাদেশ দেন। আদালত অভিযুক্ত তিন ইটভাটা মালিককে জনপ্রতি দশ হাজার টাকা করে জরিমানা করেন। এছাড়া অবৈধ ইটভাটাগুলোর কয়েক লাখ কাঁচা ইট বিনস্ট করে দেন।
দন্ডিত ইটভাটা মালিকরা হলেন, কাউখালী সদর ইউনিয়নের বড় বিড়ালজুড়ী গ্রামের মো. শাসুল হক, মো. জাকির হোসেন ও মো. নাসির উদ্দিন।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাব্বির আহম্মেদ আকুঞ্জি জানান, অভিযুক্ত ইটভাটা মালিকরা কৃষিজমি নষ্ট করে অনুমোদন বিহীন তিনটি ইটভাটা গড়ে তুলে অবৈধভাবে ইট পুড়ছিল। ওই তিন অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটা স্ফাপন ও প্রস্তুত আইনের ২০১৩ সালের দন্ডবিধি আইনে অভিযুক্ত ইটভাটা মালিকদের জরিমান ও ইটভাটা বিনস্ট করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...