ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভান্ডারিয়ার কচাঁ নদীতে ট্রলার থেকে ১৫মন জাটকা আটক : অভিযুক্ত জেলের জরিমানা

ভান্ডারিয়ার কচাঁ নদীতে ট্রলার থেকে ১৫মন জাটকা আটক : অভিযুক্ত জেলের জরিমানা

 

ভান্ডারিয়া প্রতিনিধি >

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনয়নের জুনিয়াগ্রাম সংলগ্ন কচাঁ নদীতে কোস্টগার্ড আজ শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে একটি মাছের ট্রলার আটক করেছে । এসময় ১৫ মন জাটকা ইলিশ জব্দ ও মো. মোতালেব হোসেন নামে এক জেলেকে আটক করে কোস্টগার্ড ।
ভা-ারিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস জানান, বরগুনা জেলার মহিপুর থেকে একটি মাছের ট্রলার পিরোজপুরের পারেরহাট মৎস্য বন্দরে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের পেটি অফিসার মো. আকতারুল ইসলামের নেতৃত্বে দুপুরের দিকে ভা-ারিয়ার জুনিয়া গ্রামের কচাঁ নদী থেকে ট্রলারটি আটক করা হয়। পরে ট্রলারে মজুদ করা ১৫মন জাটকা ইলিশ উদ্ধার করা হয়।
পিরোজপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহম্মেদ আকঞ্জী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ট্রলারের জেলে আব্দুল মোতালেব হোসেনকে ৫হাজার টাকা জরিমানার আদেশ দেন।
উদ্ধারকৃত জাটকা স্থানীয় এতিম খানা ও অসহায় দুস্থ্যদের মাঝে বিতরণ করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...