ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ৫০৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার

মঠবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ৫০৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি >
পিরোজপুরের মঠবাড়িয়ায় র‌্যাব-৮, বরিশাল এর সিপিএসসির একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে মাদক ৫০৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ বশির হোসেন আকন(২৮) ও মো. মামুন ফরাজী(২১) নামে দুই ব্যবসায়িকে গ্রেফতার করেছে।
রবিবার সন্ধ্যায় বরিশাল র‌্যাবের একটি বিশেষ টহল দল গোপনে সংবাদ পেয়ে উপজেলার হারজী নলবুনীয়া মাছখোলা নামক সড়কের ওপর থেকে ওই দুই মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করে। এসময় তাদের সঙ্গে মজুদকৃতকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে র‌্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী বশির হোসেন পাশ্ববর্তী বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামের মৃত আলী হোসেন আকনের ছেলে ও মামুন ফরাজী মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মো. মোস্তফা ফরাজির ছেলে।
র‌্যাব সূত্রে জানাগেছে, র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসির একটি বিশেষ টহল দল গোপনে সংবাদ পান উপজেলার মিরুখালী পাকা সড়কের হারজি নলবুনিয়া এলাকার মাছ খোলা নামক স্থানে পাকা সড়কের ওপর বসে ইয়াবা ট্যাবলেট কেনা বেচা করছিল। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালানোর চেষ্টাকালে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করে। পরে তাদের শরীর তল্লাশী চালিয়ে মজুদ করা ৫০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় বরিশাল র‌্যাবের উপ সহকারী পরিচালক(ডিএডি) মো. লিয়াকত আলী বাদি হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারী ।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের র‌্যাব মঠবাড়িয়া থানায় সোপর্দ করলে তাদের আজ সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...