ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় দুর্বৃত্তদলের হামলায় স্কুল শিক্ষিকা ও দপ্তরীসহ তিনজন আহত

মঠবাড়িয়ায় দুর্বৃত্তদলের হামলায় স্কুল শিক্ষিকা ও দপ্তরীসহ তিনজন আহত

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ায় ছয় বখাটের হামলায় কামরুন্নাহার ইলা (২৬), ও তার দেড়বছর বয়সি শিশু আব্দুল্লাহ ও স্কুলের দপ্তরী দুলাল ফরাজি আহত হয়েছেন। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে স্কুল ছুটি শেষে ওই স্কুল শিক্ষিকা নিজ স্কুলের দপ্তরীর মোটরসাইকেল চড়ে বাসায় ফেরার পথে টিকিকাটা হাওলাদার বাড়ি নামক স্থানে চলন্ত মোটরসাইকেল থামিয়ে ৬ যুবক তাদের ওপর হামলা চালায় । দুবৃত্তদের লোহার রডের আঘাতে স্কুল শিক্ষা ও তার শিশু পুত্র গুরুতর আহত হন। আহতদের মধ্যে স্কুল শিক্ষিকাকে আশংকাজনক অবস্থায় আজ বুধবার রাতে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়।

আহত কামরুন্নাহার ইলা ৬৭ নম্বর পূর্ব সেনের টিকিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন। সে মঠবাড়িয়া পৌর শহরের থানাপাড়া বাস স্টা- মহল্লার মো. নাজমুল ইসলামের স্ত্রী। আহত স্কুল দপ্তরী মো. দুলাল ফরাজি উপজেলার পূর্ব সেনের টিকিকাটা গ্রামের মৃত ছত্তার ফরাজির ছেলে।

থানা ও স্থানয়িদের সূত্রে জানাগেছে, আজ বুধবার বিকালে স্কুল ছুটি শেষে ওই স্কুল শিক্ষিকা নিজ স্কুলে কর্মরত দপ্তরী দুলাল ফরাজির মোটর সাইকেলে চরে মঠবাড়িয়া শহরের বাসায় ফিরছিলেন। এসময় পথে টিকিকাটা হাওলাদার বাড়ি নামক স্থানে ৬জন মোটর সাইকেল আরোহী যুবক তাদের গতিরোধ করে লোহার রড দিয়ে পিটিয়ে স্কুর শিক্ষকা ও দপ্তরীর ওপর হামলা চালায়। এতে স্কুল শিক্ষিকা ু তার সঙ্গে থাকা শিশুপুত্র ও দপ্তরী আহত হন। তাদের ডাক চিতকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আহতদের উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে আসার পর স্কুল শিক্ষিকাকে গুরুতর অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক ও স্কুল দপ্তরী দুলাল ফরাজি বাদি হয়ে এ হামলার ঘটনায় স্থানীয় বাদল মৃধাকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় আজ বুধবার রাতে একটি মামলা দায়ের করেন।

মঠবাড়িয়া থানার ওনস তদন্ত মো. সরোয়ার শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। তবে কি কারনে এ হামলা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...