ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় আহত যুবকের ২২ দিন পর মৃত্যু

মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় আহত যুবকের ২২ দিন পর মৃত্যু

মঠবাড়িয়া প্রতিনিধি >
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত মিন্টু শরীফ (৩৮) নামে এক যুবক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২২ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান। নিহত মিন্টু শরীফ উপজেলা বাদুরা গ্রামের সাজাহান শরীফের ছেলে।

স্থানীয়দের সূত্রে জানাগেছে, নিহত মিন্টু শরীফের সাথে একই গ্রামের আলী আকব্বারের বাদুরা বাজারে দোকান ঘর নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে ধরে গত ১১ সেপ্টেম্বর আলী আকব্বর তার দলবল নিয়ে মিন্টু শরীফের ওপর হামলা করে মারাত্মক জখম করে। আহত অবস্থায় উদ্বার করে তাকে প্রধমে উপজেলা সাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে বরিশাল শেবাচিম এবং পরে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। এঘটনায় নিহতের বড় ভাই লিটন শরীফ বাদী হয়ে থানায় আলী আকব্বর সহ ছয় জনের বিরুদ্বে মামলা দায়ের করে। আজ মঙ্গলবার সকালে নিহত মিন্টু শরীফের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্ত সম্পন্ন হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশের ময়না তদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...