ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় জাতীয় শোক দিবসে আপত্তিকর লেখা বিল বোর্ড জব্দ : স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মামলা

মঠবাড়িয়ায় জাতীয় শোক দিবসে আপত্তিকর লেখা বিল বোর্ড জব্দ : স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মামলা

মঠবাড়িয়া প্রতিনিধি >
পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের প্রচারণার ব্যানার ও বিলবোর্ডে জাতির জনককে নিয়ে মানহানিকর লেখার অভিযোগে উপজেলা সেচ্ছাসেবক লীগ নো মীর তারেকের বিরুদ্ধে প্রতারণা ও মানহানী মামলা দায়ের করা হয়েছে। রবিবার মধ্যরাতে উপজেলা আওয়ামীলীগ সাধারন সস্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর বাদী হয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর তারেকের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় প্রতারণা ও মানহানি মামলাটি দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে সংশ্লিষ্ট ব্যানার ও বিলবোর্ড জব্দ করে থানা হেফাজতে নিয়েছে।
অভিযুক্ত তারেক উপজেলার বেতমোর ইউনিয়নের রাজপাড়া গ্রামের মো. নূর মিয়ার ছেলে।

থানা ও মামলা সূত্রে জানাগেছে , স্বেচ্ছাসেবকলীগ নেতা মীর তারেক মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের নামে একটি ফেইসবুক আইডি খুলে দলের ভাবমুর্তিক্ষুন্ন করার জন্য বিভিন্ন ধরনের ছবি ও মন্তব্য পোষ্ট করে আসছিল। এতে তোলপাড় শুরুর হলে উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক গত ১৭ জুলাই এ বিষয়ে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়রি করেন। পরে স্থানীয় আওয়ামীলীগের এক জরুরী সভায় সিদ্ধান্ত মোতাবেক ওই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কারন দর্শানো নোটিশসহ দল থেকে বহিস্কার করা হয়। পরে স্বেচ্ছাসেবকলীগ নেতা মীর তারেক প্রতারনা করে নিজেকে স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক পরিচয় দিয়ে গত ১৫ আগষ্ট জাতীয় শোকদিবসে মঠবাড়িয়া পৌর শহরের দর্শণীয় স্থানে ব্যানার ও বিলবোর্ড সাঁটায়। এসব বিলবোর্ডে “ভালবাসার রক্তক্ষরণ ১৫ আগষ্ট‘ এমন মন্তব্য লিখে এবং জাতির জনকের চেয়ে নিজের ছবি বড় করে প্রচারণা চালায় বলে অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয় নেতাদের দৃষ্টিগোচর হলে থানায় অভিযোগ দায়ের করা হয়। দলের সিনিয়র নেতৃবৃন্দ, পুলিশ বিভিন্ন এলাকা থেকে বিতর্কিত ব্যানার ও বিলবোর্ডগুলো খুলে থানায় জব্দ করে।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. আলাউদ্দিন আল আজাদ জানান, সংগঠন বিরোধী কার্যকালাপে জড়িত থাকায় তারেককে দল থেকে সম্প্রতি বহিস্কার করা হয়।

এ ব্যপারে অভিযুক্ত স্বেচ্ছাসেবকলীগ নেতা মীর তারেকের নিজেকে নির্দোষ দাবি করে বলেন, জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতেই এমন ব্যার ও বিলবোর্ড দিয়েছি। ঢাকায় এমন ভাবে অনেক নেতার ব্যানারে এ লেখা দেখেছি। এতে অবমাননা হবে তা আমার জানা ছিলনা।

মামলার বাদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, মীর তারেক আওয়ামীলীগের নামে একটি ফেইসবুক আইডি খুলে আপত্তিকর দলের ভাবমুর্তিক্ষুন্ন করছিল। দলের সিদ্ধান্ত মোতাবেক তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। এর পরও সে জাতীয় শোক দিবসে নিজের ছবি দিয়ে ব্যানার ও বিলবোর্ড দিয়েছে যা দলের ভাবমুর্তিক্ষুন্ন হয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আপত্তিকর কয়েকটি বিলবোর্ড জব্ধ করা হয়েছে । আসামী তারেককে গ্রেফতারে পুলিশের চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...