ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় অপহৃত কলেজ ছাত্রী আড়াই মাস পর উদ্ধার

মঠবাড়িয়ায় অপহৃত কলেজ ছাত্রী আড়াই মাস পর উদ্ধার

মঠবাড়িয়া প্রতিনিধি >
পিরোজপুরের মঠবাড়িয়ায় অপহরণের আড়াই মাস পর অপহৃত এক কলেজ ছাত্রীকে পুলিশ উদ্ধার করেছে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া পৌর শহরের মিরুখালী সড়কের একটি বাসা থেকে মঙ্গলবার রাতে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করে। উদ্ধারকৃত কলেজ ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য আজ বুধবার পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া পৌর শহরের কলেজপাড়া মহল্লার বাসিন্দা মো. রোকনুজ্জামানের মেয়ে ও স্থানীয় মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী (১৭)কে গত ৩১মে কলেজ থেকে বাসায় ফেরার পথে পৌর শহরের মিরুখালী রোডের আবদুল মালেক বৈদ্যের ছেলে আবদুস সালাম ও তার কয়েক সহযোগি মিলে ওই কলেজ ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।
এঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণকারী আবদুস সালামসহ ছয়জনকে অভিযুক্ত করে মঠবাড়িয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
পরে আসামীরা হাইকোর্টের একটি বেঞ্চে জামিনের আবেদন করলে নি¤œ আদালতে হাজিরের শর্তে দুই মাসের আগাম জামিন লাভ করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, উদ্ধারকৃত কলেজ ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য আজ বুধবার পিরে

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...