ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পাথরঘাটায় অস্ত্র ও হরিণের চামড়া উদ্ধার – তিন বনদস্যু আটক

পাথরঘাটায় অস্ত্র ও হরিণের চামড়া উদ্ধার – তিন বনদস্যু আটক

মির্জা খালেদ. পাথরঘাটা < বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সুন্দরবনে তিন বনদস্যু আটক করেছে বরিশাল র‌্যাব-৮ এর টহল দল। শিকারিদের কাছ থেকে ২টি অবৈধ একনালা বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলি, হরিণের চামড়া ২টি, ১টি দা, একটি চাকু ১টি ছুড়ি ও রশি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার বন্যদস্যুদের পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাপিড এ্যকশন ব্যটেলিয়ন(র‌্যাব)-৮ রবিবার সকালে তিন বন দস্যুকে আটক করেছে। সুন্দরবনে শিকার করতে যাওয়ার সময় উপজেলার সদর ইউনিয়নের পাথরঘাটা উপজেলার রুহিতার চর থেকে তাদেরকে আটক করা হয়। বনদস্যুরা হচ্ছে, মুন্সিগঞ্জের লৌহজং থানার নরসিংহপুর গ্রামের হাজি লাল মিয়া বেপারীর ছেলে মোঃ সাইদ ওরফে দালাল সাইদ, বরগুনার পাথরঘাটার হোগলাপাশা গ্রামের বারেক মুন্সীর ছেলে মো.মুসা ও একই এলাকার খলিল মিয়ার ছেলে জসিম উদ্দিন। বরিশাল র‌্যাব-৮ এর সহকারি পরিচালক মোঃ হাসান জানান, সাগরে জলদস্যু দমনে তারা সুন্দরবনে অভিযান পরিচালনা করছিল। এমন সময় গোপন সুত্রে খবর পায় একদল বনদস্যু বাঘ এবং হরিন শিকার করে পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতার চলে আশ্রয় নিয়েছে। এ খবরের ভিত্তিতে তার ছোট্টো একটি মাছের ট্রলার নিয়ে ওই চরে অভিযান চালায়। এসময় শিকারিরা টের পেয়ে পালাবার চেষ্টা করলে তাদেরকে অস্ত্রসহ ধরে ফেলে পরে বনদস্যুদের স্বীকারোক্তিতে চরদুয়ানী মুন্সীরহাটের কাছে জসিমের বাড়ি থেকে দু’টি হরিণের চামড়া উদ্ধার করেছে। শিকারিদের অস্ত্রসহ পাথরঘাটা থানায় সোপার্দ করা হয়েছে।

পাথরঘাটা থানার ওসি এসএম জিয়াউল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিকারিদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যাবহার করা ও বন আইনে মামলা হয়েছে।

অপরদিকে একইদিনে পাথরঘাটা থানা পুলিশ মাছেরখাল গ্রামে অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। আটক মাদক ব্যাবসায়ীরা হলেন, হোগলাপাশা গ্রামের ইসা খাঁর ছেলে মো.ইমরান, ও হোসেন মোল্লার ছেলে মো.মাইনউদ্দিন। তাদেরকে পাথরঘাটা উপজেলা বিচারিক আদালতে সোপার্দ করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...