ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

মঠবাড়িয়া প্রতিনিধি > পিরোজপুরের মঠবাড়িয়ায় অষ্টম শ্রেণী পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে রাসেল মৃধা (১৮) নামে এক বখাটেকে ছয় মাসের দন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম ফরিদ উদ্দিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ কারাদ-াদেশ দেন।
দণ্ডিত বখাটে রাসেল মঠবাড়িয়া পৌরশহরের সবুজনগর এলাকার ইউসুফ আলী মৃধার ছেলে ।
থানা সূত্রে , বখাটে রাসেল বেশ কিছু দিন ধরে স্থানীয় টিকিকাটা সূর্যমনি হাসানিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ওই ছাত্রীকে মাদ্রাসায় আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল। রবিবার সন্ধ্যায় ওই ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে শহরের সড়কের আজাহার কলোনী নামক স্থানে বখাটে রাসেল তার পিছু নিয়ে উত্ত্যক্ত করে। এসময় ওই মাদ্রাসা ছাত্রী বাড়িতে না গিয়ে সরাসরি থানায় এসে পুলিশকে বিষয়টি অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বখাটে রাসেল আটক করে। বখাটে রাসেলকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম ফরিদ উদ্দিনের ভ্রাম্যমান আদালতে হাজির করলে সে অপরাধ স্বীকার করে। আদালত অভিযুক্ত বখাটেকে ছয় মাসের কারাদণ্ডাদেশ প্রদান করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, দণ্ডিত বখাটে রাসেলকে আজ সোমবার কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...