ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে অনলাইন টিভির সাংবাদিক পরিচয়ে ২৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার -২

পিরোজপুরে অনলাইন টিভির সাংবাদিক পরিচয়ে ২৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার -২

পিরোজপুর প্রতিনিধি >>

পিরোজপুরের নেছারাবাদে সাংবাদিক পরিচয়ে ২৫০ পিচ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে নেছারাবাদ থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার আকলম গ্রামের খেলার মাঠের পাশে সন্দেহ জনকভাবে ঘোরাঘুরি করার সময় তাদেও অটক করা হয়। এ সময় তাদেও ব্যাগ তল্লাশি চালিয়ে ২৫০ পিচ ইয়াবা পাওয়া যায়। এসময় তাদের সাথে থাকা একটি বড় ভিডিও ক্যামেরা, ৭১বাংলা টিভি(অনলাইন) ষ্টিকার লাগানো বুম, মাইক্রোফোন ও সাংবাদিক কার্ড পাওয়া যায়।
গ্রেফতারকৃত সাংবাদিক পরিচয়ধারি সোহাগ সরদার ঝালকাঠি থানার রমজানকাঠি গ্রামের শাহজাহান সরদারের ছেলে। এছাড়া অপরজন ইব্রাহিম হোসেন মুন্না কথিত সাংবাদিক সোহাগের ক্যামেরাম্যান বলে পরিচয় দিয়েছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নিয়ে ওই এলাকায় পূর্ব থেকে অবস্থান নিয়েছিলেন। তারা(কথিত সাংবাদিকরা) এলাকায় আসতেই তাদের ধরে জিজ্ঞাসা করতেই সোহাগ গলায় ঝোলানো সাংবাদিক কার্ড ও সাথে থাকা ক্যামেরা দেখিয়ে নিজেদের ৭১বাংলা অনলাইন টিভির সাংবাদিক পরিচয় দেয়। ঘটনাস্থলে উপস্থিতজনের সামনে তাদের দেহে তল্লাশি চালালে সোহাগের কাছ থেকে ২৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। ওসি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় ইয়াবাগুলো তারা চট্টগ্রাম থেকে নেছারাবাদে নিয়ে এসেছে। তবে কাদের কাছে ইয়াবাগুলো নিয়ে আসা হয়েছে তা এখনো জানা যায়নি বলে ওসি জানান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...