ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে সন্তান হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুরে সন্তান হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুর প্রতিনিধি >>
নিজ দুই সন্তানকে কুপিয়ে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে পিরোজপুরের একটি আদালত। বুধবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ শামসুল হক দন্ডপ্রাপ্ত আসামীর উপস্থিতিতে এ রায় দেন। সাজাপ্রাপ্ত জাকির হোসেন হাওলাদার (৪৯) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। আদালত জাকির হাওলাদারকে আরও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করতে ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়েন জাকির। ২০১২ সালের ৯ অক্টোবর দুপুরে হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে স্ত্রী লিপি বেগম (৩০), দুই ছেলে সোহাগ (১৪) ও ইমরান (৮) এবং মেয়ে সুলতানাকে (৬) ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে জাকির। এ সময় তাদের ডাক চিৎকার শুনে তার বড় ভাই আবুল হোসেন হাওলাদার তাদের রক্ষা করার জন্য এগিয়ে গেলে, জাকির তাকেও কুপিয়ে জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। এরপর স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইবোন ইমরান ও সুলতানাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় ওই দিন জাকিরের বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে ভান্ডারিয়া থানায় জাকিরের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে আদালত বুধবার এ রায় ঘোষনা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি খান মো. আলাউদ্দিন এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আহসানুল কবির বাদল।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...