ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভাণ্ডারিয়ায় মাদ্রাসা ছাত্র হত্যা আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ভাণ্ডারিয়ায় মাদ্রাসা ছাত্র হত্যা আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি : >>

পিরোজপুরের ভাণ্ডারিয়ার আল-গায্যালী ইসলামিয়া কামিল (এমএ) মাদরাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র
হাবিবুল্লাহ বাবুকে হত্যার প্রতিবাদ ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মামলার বাদি নিহতের বড় ভাই মিজানুর রহমান। পিরোজপুর প্রেসক্লাবে আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে নিহতের বাবা খালেক হাওলাদার ও মা হেরিয়া বেগম উপস্থিত ছিলেন।
নিহতের বড় ভাই মিজানুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন বলেন, উপজেলার দারুলহুদা গ্রামের বাড়ির এক খন্ড জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ সোহেল ও সেলিম গং গত ২ মে সন্ধ্যার পর ছোট ভাই হাবিবুল্লাহ বাবুকে শ্বাসরোধ করে হত্যা করেছে। ওই হত্যাকান্ডের দু’ মাস অতিবাহিত হলেও কোন আসামিরা গ্রেফতার হয়নি। এদিকে ওই মামলা তুলে নিতে বাদি ও তার বাবা মাকে হুমকি দিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামীরা। পুলিশ অজ্ঞাত কারণে তাদের গ্রেফতার করছে না। সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই বাদী পরিবার আসমীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস.এম. মাকসুদুর রহমান জানান, ওই মামলাটি বর্তমানে পিবিআই এর তদন্তাধিন রয়েছে। আসামীদের গ্রেফতারে পিবিআই যদি পুলিশের সহায়তা চায় আমরা সর্বাত্তক সহযোগীতা করবো।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...