ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় তিন মাছ ব্যবসায়িকে অর্থদণ্ড

মঠবাড়িয়ায় তিন মাছ ব্যবসায়িকে অর্থদণ্ড

মঠবাড়িয়া প্রতিনিধি >>
পিরোজপুরের মঠবাড়িয়ায় পবিত্র রমজান মাসের বাজার মনিটরিং এর অংশ হিসেবে তিন মাছ ব্যবসাযীকে ১৫ হাজার টাকা অর্থ দণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার সন্ধ্যায় পৌর শহরের মাছবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ^াস ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মাছ বাজারের কিছু অসাধু ব্যবসায়ীরা কম ওজনের বাটকারা ব্যবহার করে দীর্ঘদিন ধরে ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছিল। এ অভিযোগের ভিত্তিতে আজ সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিন অসাধু ব্যবসায়ী মো. ইউসুফ আলী (৪৫), আলামীন হোসেন (১৮), ইউসুফ মিয়া (৪০) কে ওজনে কম দেওয়ার অপরাধে প্রত্যককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদ- অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস জানান, রমজান মাস উপলক্ষে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...