ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে ইন্দুরকানি উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীর বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা-আটক ২

পিরোজপুরে ইন্দুরকানি উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীর বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা-আটক ২

পিরোজপুর প্রতিনিধি >>

নাশকতা পরিকল্পনা অভিযোগে পিরোজপুর-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সামিম সাঈদীর ছোট ভাই ইন্দুরকানি উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী সহ তিন জনের বিরুদ্ধে ইন্দুরকানি থানায় মামলা হয়েছে। এস আই ওয়াহেদুজ্জামান বাদি হয়ে বুধবার এ মামলাটি দায়ের করেন। মামলায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে । সামিম ও মাসুদ সাঈদী যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসেইন সাঈদীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ৩০ ডিসেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক নাশকতা পরিকল্পনা করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী সামিম সাঈদী, তার ছোট ভাই ইন্দুরকানি উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী সহ বেশ কয়েকজন জামায়াত নেতা। এ জন্য ভাড়া করে আনা হয় দেশের বিভিন্ন স্থান থেকে শিবির ক্যাডারদের। ধানের শীষের পরাজয় নিশ্চিত ভেবে জামায়াত নেতারা নির্র্বাচন বানচাল করাসহ ব্যাপক সহিংস ঘটনার পরিকল্পনা করে। পুলিশ এ ভয়াবহ পরিকল্পনার কথা টের পেয়ে ওবায়দুল (৩০) ও জাকির (৩১) নামের দু’ই শিবির ক্যাডারকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদে মিলেছে নাশকতার পরিকল্পনা। পরে পুলিশ বাদি হয়ে বুধবার পিরোজপুর-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সামিম সাঈদীর ছোট ভাই ইন্দুরকানি উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী সহ তিন জনের বিরুদ্ধে ইন্দুরকানি থানায় মামলা দায়ের করে বলে জানান ইন্দুরকানি থানার ওসি হাবিবুর রহমান। ওসি হাবিবুর রহমান জানান, পুলিশ ইতোমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে, প্রধান আসামী মাসুদ সাঈদী এলাকা থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...