ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি তামিম সরদারে ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে সাংবাদিকদের মানববন্ধন

ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি তামিম সরদারে ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে সাংবাদিকদের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের মহাজোট প্রার্থীর সমর্থকদের হামলায় পেশাগত দায়িত্ব পালনের সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের পিরোজপুর জেলা প্রতিনিধি তামিম সরদার গুরুতর আহত’র ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১ টায় পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, মনিরুজ্জামান নাসিম, এম এ রব্বানী ফিরোজ, এ কে আজাদ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের বরিশালের ব্যুরো চীফ মো: মুরাদ আহম্মেদ, জিয়াউল আহসান, প্রেসক্লাবের সহ-সভাপতি খালিদ আবু, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলমা শামীম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক খেলাফত হোসেন খসরু, পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শিরিনা আফরোজ, প্রেসক্লাবের সহ- সাধারণ সম্পাদক হাসান মামুন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ঝালকাঠী জেলা প্রতিনিধি রহিম রেজা, পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মো: হাসিবুল ইসলাম হাসান সহ স্থানীয় সংবাদ কর্মীরা।
এ সময় বক্তরা বলেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের পিরোজপুর জেলা প্রতিনিধি তামিম সরদারের উপর যারা হামলা চালিয়েছে তাদের অভিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। এছাড়া তামিমের কাছ থেকে ছিনিয়ে নেয়া ক্যামেরা , মোবাইল ফোন সহ অন্যসব কিছু উদ্ধার করে তা ফিরিয়ে দিতে হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে পেশাগত দায়িত্ব পালনকালে মঠবাড়িয়া উপজেলার মিরুখালী এলাকায় মহাজোট প্রার্থীর কতিপয় সমর্থকরা সাংবাদিক তামিমের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে মটরসাইকেল ভাংচুর করে এবং তার ক্যামেরা, মোবাইল ফোন সহ সাথে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেয় ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...