ব্রেকিং নিউজ
Home - অপরাধ - কাউখালীতে সংঘর্ষে কৃষক নিহত

কাউখালীতে সংঘর্ষে কৃষক নিহত

কাউখালী প্রতিনিধি 🔹

পিরোজপুরের কাউখালীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে মফিজুর রহমান (৩০)নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরও ৫জন। আজ রবিবার দুপরে উপজেলার নাঙ্গুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক মফিজুর নাঙ্গুলী গ্রামের আব্দুর রহমানের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার নাঙ্গুলী গ্রামের মাওলানা নজরুল ইসলাম তার নিজের জমিতে পানি চলাচলের জলাশয়ের পাশে বাঁধ নির্মাণ করতে গেলে একই গ্রামের ইউনুচ খানের পরিবার ও তার আত্মীয় স্বজন বাঁধা দেয়। এ নিয়ে দুই পক্ষে সংঘর্ষ বাঁধে। এসময় প্রতিপক্ষ ইউনুস খানের লোকজন মাওলানা নজরুল ইসলাম তার পরিবার ও আত্মীয় স্বজন পিটিয়ে গুরুতর গুরুতর জখম করে।
সংঘর্ষে গুরুতর আহত মাওলানা নজরুল ইসলাম (৫০), মো. মফিজুর রহমান (৩০), আব্দুল লতিফ(৩৪), মো. জাহিদ হোসেন (২০), রাহিলা বেগম (৩০), তাসলিমা বেগম, (৩৫) কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বরিশালে নেওয়ার পথে কৃষক মফিজুর রহমান মারা যান।

কাউখালী থানা অফিসার ইনচার্জ মো কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহত কৃষক মফিজুরের পরিবারের পক্ষ হতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...