ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় কৃষকের চোরাই সেচযন্ত্র উদ্ধার দুইজন গ্রেফতার

মঠবাড়িয়ায় কৃষকের চোরাই সেচযন্ত্র উদ্ধার দুইজন গ্রেফতার

 

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুর মঠবাড়িয়ায় কৃষকের চুরি যাওয়া একটি সেচযন্ত্রসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ আজ বৃহস্পতিবার উপজেলার টিকিকাটা গ্রামে অভিযান চালিয়ে সেচযন্ত্র চোর চক্রের দুইজনকে গ্রেফতার করে। এসময় পুলিশ চোরাইকৃত একটি সেচযন্ত্র উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার পূর্ব সেনের টিকিকাটা গ্রামের সেন্টু মিয়া হাওলাদারের ছেলে হাচান হাওলাদার (২০), ছোট শিংগা গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে জাফর (২৩) হাওলাদার।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার জানান, উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মনিরুজ্জামানের মালিকানাধীন কৃষিজমি থেকে গত ১৬ এপ্রিল রাতে অজ্ঞাত ব্যাক্তিরা সেচযন্ত্র চুরি করে নেয়। এতে কৃষকের চাষাবাদ ব্যহত হয়। বুধবার রাতে ক্ষতিগ্রস্থ কৃষক মো. মনিরুজ্জামান থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে চোরাইকৃত সেচযন্ত্র সহ দুইজনকে গ্রেফতার করে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...