ব্রেকিং নিউজ
Home - অপরাধ - বরিশালে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে সাংবাদিকদের মানববন্ধন

বরিশালে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে সাংবাদিকদের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি >>

বেসরকারী টেলিভিশন চ্যানেল ডিবিসি’র বরিশালের ভিডিও জার্নালিস্ট সুমন হাসানের ওপর পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। শুক্রবার সকাল ১১টায় শহরের প্রেসক্লাবের সামনের সড়কে পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, সাবেক সভাপতি একে আজাদ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সহ-সভাপতি খালিদ আবু, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি জহিরুল হক টিট,ু সাধারণ সম্পাদক খেলাফত হোসেন, কালের কন্ঠের প্রতিনিধি শিরিনা আফরোজ, আলোকিত বাংলাদেশের হাসান মামুনসহ সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন ।
বক্তারা এ সময় বলেন, সরকার যেখানে পুলিশ বাহিনীকে জনবান্ধব করার লক্ষে প্রচার প্রচারনা চালাচ্ছে, সেখানে কতিপয় অসাধু পুলিশ সদস্য অতুৎসাহীহয়ে সাংবাদিক সহ সাধারণ মানুষের ওপর অন্যায় ভাবে নির্যাতন করে গোটা পুলিশ বাহিনীর ভাবমুর্তি ক্ষুন্ন করার প্রচেস্টা চালাচ্ছে। এখনও তারা সাংবাদিক সুমন হাসানকে বিভিন্ন ভাবে হুমকি ও ভয়ভিতি দেখাচ্ছে। বক্তারা এসব নির্যাতনকারী পুলিশ সদস্যদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এবং এই হামলার পিছনে অন্য কেউ জড়িত থাকলে তা তদন্ত করে তাদেরও বিচারের দাবী জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...