ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় ইউপি সদস্যকে হত্যা চেষ্টায় অভিযুক্তদের গ্রেফতার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

মঠবাড়িয়ায় ইউপি সদস্যকে হত্যা চেষ্টায় অভিযুক্তদের গ্রেফতার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

মঠবাড়িয়া প্রতিনিধি>>

পিরোজপুরের মঠবাড়িয়ার ধানীসাফা ইউপি সদস্য ও ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক ইদ্রিস তালুকদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে দু’পা ও এক হাত গুড়িয়ে দেয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার সন্ধ্যায় স্থানীয় তুষখালী বাজার হয়ে বিক্ষোভ মিছিলটি উদয়তাঁরা বুড়িরচর গ্রামের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

শেষে তুষখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি বাচ্চু মিয়া বেপারীর সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ধানীসাফা বন্দর বণিক সমিতির সভাপতি ও ইউনিয়ন আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, উপজেলা মেম্বর এ্যাসোসিয়েসনের সভাপতি জাহাঙ্গীর হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা একরামুল হক তুষার, ছাত্রলীগ নেতা সুমন মিয়া প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার ধানীসাফা ইউনিয়নের চাঞ্চল্যকর ওয়ার্ড বিএনপি নেতা হাবিব তালুকদারের হত্যার প্রতিশোধ নিতে নিহতের ছোট ভাই শাহীন তালুকদারসহ ২৫/৩০ জনের ভাড়া করা দল গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার তুষখালী লঞ্চঘাট এলাকায় স্থানীয় ইউপি সদস্য ও ওই হত্যা মামলার জামিনে থাকা আসামী ইদ্রিস তালুকদারকে এলোপাথারী পিটিয়ে ও কুপিয়ে দু’ পা ও এক হাত গুড়িয়ে দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই ইউপি সদস্য ইদ্রিস তালুকদারের অ¯্রপচারে দু’পা কেটে ফেলা হয়। বর্তমানে ইদ্রিস তালুকদার জীবন মৃত্যুর সন্ধিক্ষনে। এঘটনায় আহতের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে ২৮ জনের নামে মামলা দায়ের করলেও থানা পুলিশ কাউকে প্রেফতার করতে পারেনি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...