ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুর জেলার বিভিন্ন স্থানে পুলিশের অভিযোগ বাক্স স্থাপন

পিরোজপুর জেলার বিভিন্ন স্থানে পুলিশের অভিযোগ বাক্স স্থাপন

পিরোজপুর প্রতিনিধি >>

পিরোজপুর জেলার গুরুত্বপূর্ণ স্থান সমূহে জেলা পুলিশের তথ্য/অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। রবিবার দুপুরে পিরোজপুর শহরের কেন্দ্রস্থল জেলাপরিষদ সুপার মার্কেটের সামনে তথ্য/অভিযোগ বক্স স্থাপণের উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার মো: ওয়ালিদ হোসেন।
এসময় পুলিশ সুপার মো: ওয়ালিদ হোসেন জানান, বরিশাল বিভাগের নবনিযুক্ত ডিআইজি মো: শফিকুল ইসলামের নিদের্শনায় পিরোজপুর জেলার বিভিন্ন স্থানে তথ্য/ অভিযোগ বক্স স্থাপন করা হচ্ছে। প্রাথমিক ভাবে জেলা সদর সহ জেলার বিভিন্ন পৌর এলাকায় মোট ১৫ টি এ তথ্য/অভিযোগ বক্স স্থাপন করা হবে। প্রতিদিন সকালে একবার বক্স খুলে তথ্য ও অভিযোগ সমূহ যাচাই-বাচাই করা হবে। এতে করে জেলার আইন-শৃঙ্খলার আরো উন্নতি হবে এবং জনগণ পুলিশের কাছ থেকে আরো সহজে সেবা পেতে পারবে বলে বলে জানান পুলিশ সুপার।
তথ্য/ অভিযোগ বক্স এ যে তথ্য বা অভিযোগ থাকবে তা সুনিদৃষ্ট ও সঠিক ভাবে দেয়ার জন্য সকলকে অনুরোধ করে এবং কেউ ইচ্ছাকৃত ভাবে কোন ব্যাক্তিকে হয়রানি না করার জন্য জনগণের প্রতি আহবান জানান পুলিশ সুপার মো: ওয়ালিদ হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মদ মাঈনুল আহসান, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: মাসুমুর রহমান বিশ্বাস সহ জেলা পুলিশের কর্মকর্তারা ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...