ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় প্রতিপক্ষ যুবলীগ কর্মীদের হামলায় সাতজন আহত

মঠবাড়িয়ায় প্রতিপক্ষ যুবলীগ কর্মীদের হামলায় সাতজন আহত

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিপক্ষ যুবলীগ কর্মীদের হামলায় সাত জন আহত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার তুষখালী ইউনিয়নের বান্ধাকাটা বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত চার জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বেলা ১১টার দিকে বান্ধাকাটা বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খানের সমর্থকরা ১০/১২জন সমর্থক উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকের অনুসারী মো. মেহেদী হাসানকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে মেহেদী হাসান তার চাচা জাকির হোসেনের দোকানে আশ্রয় নেয়। এরপর হামলাকারীরা দোকানে ঢুকে মেহেদী হাসানকে বেধড়ক মারপিট করে। এসময় মেহেদী হাসানকে উদ্ধার করতে গেলে উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের জাকির হোসেন (৪৫), তাঁর স্ত্রী জেসমিন আক্তার (৩৫), ভাই আরিফ হোসেন (২৫), ভাগ্নে মো. আসাদ (৩০), একই গ্রামের সেকান্দার আলী (৫০) ও ইদ্রিস আলী (১৭) আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিকেলে গুরুতর আহত জেসমিন আক্তার, আরিফ হোসেন, মেহেদী হাসান ও ইদ্রিস আলীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৌমিত্র সিনহা রায় বলেন, আহত চার জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত মো. মেহেদী হাসান অভিযোগ করেন, বৃহস্পতিবার উপজেলার গুলিসাখালী ইউনিয়নে জাতীয শোক দিবসের অনুষ্ঠানে আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মাতুব্বরের সঙ্গে যোগ দেই। এ কারণে আজিজুল হক মাতুব্বরের প্রতিপক্ষের লোকজন আমার ওপর হামলা চালায়।

তবে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান পাল্টা অভিযোগ করে বলেন, মেহেদী হাসান পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় যুবলীগ কর্মী ওপর শাহাদাৎ হোসেনের ওপর হামলা চালানোর চেষ্টা করলে আমি গিয়ে শাহাদাৎকে উদ্ধার করি। এরপর এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ব্যিাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম তারিকুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় এখনও কেউ থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...