ব্রেকিং নিউজ
Home - অপরাধ - নাজিরপুরে আ.লীগের দুই পক্ষে আধিপত্য নিয়ে বিরোধে ৪টি ঘরে অগ্নিসংযোগ : পুলিশসহ আহত- ১১

নাজিরপুরে আ.লীগের দুই পক্ষে আধিপত্য নিয়ে বিরোধে ৪টি ঘরে অগ্নিসংযোগ : পুলিশসহ আহত- ১১

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামে আ’লীগের ২ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ৪টি ঘরে অগ্নি সংযোগ, ভাংচুর সহ লুট-পাটের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে ঘটা এ হামলায় পুলিশের এক এসআই সহ প্রতিপক্ষের ১০ নারী-পুরুষ সহ ১১ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ টিপু সুলতান ও ওই ইউপির সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা রুহুল আমীন বাবুল দাঁড়িয়ার মধ্যে আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
সাবেক চেয়ারম্যান বাবলু দাঁড়িয়া জানান, আ’লীগ নেতা টিপুর লোকজন সকাল ৮টার দিকে স্থানীয় মোসলেম দাঁড়িয়ার পুত্র সংলাপ দাঁড়িয়া (২২)কে মারাত্মকভাবে কুপিয়ে আহত করে।
ওই ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোজাহিদ শেখ জানান, তার ঘর সহ ছোট ভাই রাজির শেখ, চাচাতো ভাই জাকির শেখের ৪ টি ঘরে আগুন দেয় রুহুল আমীন বাবুল দাঁড়িয়ার লোকজন ।
যুবলীগ নেতা মোজাহিদ শেখ জানান, ওই দিন সকাল ৮টার দিকে তিনি ও তার ৪ ভাই সহ ৮ জনে তার ঘরে ঘুমন্ত ছিলেন। এসময় ডাক-চিৎকার শুনে ঘুম থেকে জেগে দেখেন স্থানীয় ইউপি’র সাবেক চেয়ারম্যান বাবলু দাড়িয়ার ক্যাডার ছিদ্দিক হাওলাদার ও মিলন হাওলাদারের নেতৃত্বে ৫০/৬০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়ি হামলা চালায়। তারা আত্মরক্ষার্থে নিজ ঘরের একটি কক্ষে অবস্থান করলেও হামলাকারীরা সাড়ে ৮টার দিকে ওই ঘরে অগ্নি সংযোগ করে। এতে তারা প্রানে রক্ষা পেলেও ঘরের অন্যান্য কক্ষের আসবাবপত্র সহ সকল মালামাল পুড়ে যায়।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, হামলার প্রথম দিকে খবর পেয়েই ঘটনা স্থলে মাটিভাংগা ফাঁড়ি পুলিশকে পাঠাই ও পরে থানা পুলিশকে নিয়ে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। উল্লেখ্য, এ এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনায় গত ২০১১ সালের ৭ নভেম্বর শেখ ও দাঁড়িয়া বংশের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত সহ প্রায় দেড় শতাধীক আহত হয়। এ সময় শতাধীক ঘরে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়।
পার্শ্ববর্তী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার দমকল বাহিনী ও নাজিরপুর থানা পুলিশের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

>> প্রতীকি ছবি

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...