ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে চেক জালিয়াতি মামলায় সোনালী ব্যাংকের তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুদক

পিরোজপুরে চেক জালিয়াতি মামলায় সোনালী ব্যাংকের তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুদক

খালিদ আবু, পিরোজপুর >>

পিরোজপুরে চেক জালিয়াতি ও প্রতারণা মামলায় সোনালী ব্যাংকের তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সকাল ১০টায় সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে কর্মরত অবস্থায় তাদের আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল বিভাগের কর্মকর্তারা । গ্রেফতারকৃতরা হলেন পিরোজপুর সোনালী ব্যাংক প্রধান শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুভাষ চন্দ্র চক্রবর্তী ও প্রিন্সিপাল অফিসার মো. রুহুল আমিন এবং প্রিন্সিপাল অফিসার শেখ আব্দুর রহমান ।
গ্রেফতার অভিযানে নেতৃত্ব দানকারী দুদকের বরিশাল বিভাগীয় পরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানান, ২০১২ সালের ৬ নভেম্বর পিরোজপুর জেলা সাব-রেজিষ্ট্রি কার্যালয়ের অফিস সহকারী অঞ্জন কুমার দাস বিভিন্ন জেলা রেজিষ্টারের স্বাক্ষর জাল করে চেক জালিয়াতের মাধ্যেমে ২৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলা তদন্ত করতে গিয়ে দুদুক সোনালী ব্যাংকের এই তিন কর্মকর্তাসহ মোট ছয় ব্যাংক কর্মকর্তার যোগসাজসের প্রমাণ পায়। অপর তিন কর্মকর্তারা হলেন প্রিন্সিপাল অফিসার মো. ফুয়াদ উদ্দিন এবং সিনিয়র অফিসার সুখেন্দু বিকাশ ও মো. নুরুল ইসলাম।
আসামীরা ২০০৪ থেকে ২০১২ সালের মধ্যে পিরোজপুর জেলা রেজিস্ট্রারদের স্বাক্ষর জাল ও প্রতারণা করে শতাধিক চেকের মাধ্যমে ৫৮ লক্ষ ৮৫ হাজার ৮৯৬ টাকা সোনালী ব্যাংক পিরোজপুর শাখা থেকে তুলে নেয়। এই ঘটনা ধরা পড়ার পর তৎকালীন জেলা রেজিস্ট্রার মো. শফিকুর রহমান অফিস সহকারী অঞ্জনের বিরুদ্ধে পিরোজপুর থানায় ২০১২ সালের ৬ নভেম্বর প্রতারনা ও ২৫ লাখ টাকার চেক জালিয়াতির ঘটনায় মামলা করেন। মামলায় অঞ্জন কুমার দাসকে দুদক গ্রেফতার করলে বর্তমানে তিনি আদালতের আদেশে জামিনে আছেন। দীর্ঘ তদন্ত ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার দুদকের টিম সোনালী ব্যাংকে অভিযান চালিয়ে তিন কর্মকর্তাকে গ্রেফতার করেন। দুদকের পরিচালক ছাড়াও গ্রেফতার অভিযানের অংশগ্রহণকারী অন্যরা হলেন, দুদকের বরিশাল অঞ্চলের উপ পরিচালক মো. মতিউর রহমান, সহকারী পরিচালক সিফাত উদ্দিন।
দুদক বরিশাল বিভাগের পরিচালক মো: আক্তার হোসেন আরো বলেন, তিন কর্মকর্তাকে আটকের পরে পিরোজপুর থানার মাধ্যেমে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...