ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভান্ডারিয়ায় সাংবাদিককে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা : একজন আটক

ভান্ডারিয়ায় সাংবাদিককে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা : একজন আটক

 

পিরোজপুর প্রতিনিধি >>

পিরোজপুরের ভান্ডারিয়ায় মো. মিজানুর রহমান (৪০) নামে এক সাংবাদিককে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে একদল সন্ত্রাসী। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ভান্তারিয়া পৌর শহরের পোনা সেতুর সংযোগ ওভারব্রীজে ওঠার সময় তিনি এ সন্ত্রাসী হামলার শিকার হন। শুক্রবার বিকেলে মাথায় অস্ত্রোপচারের পর ঢাকা মেডিকেলের আইসিইউতে নিবিঢ় পর্যবেক্ষণে রয়েছেন। তার অবস্থা সংকট জনক। আহত সাংবাদিকের পরিবারের দাবি পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে সে এ সন্ত্রাসী হামলার শিকার হন।
আহত মিজানুর রহমান ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামের আবদুস ছালাম হাওলাদারের ছেলে। সে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার ভান্ডারিয়া প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
এ ঘটনায় জড়িত আ. রহিম হাওলাদার (২৫) নামে একজনকে ধাওয়া করে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত আবদুর রহিম পাশ্ববর্তী কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া গ্রামের আমজাদ হাওলাদারের ছেলে। সে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ।

থানা ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে পেশাগত দায়িত্বপালন শেষে গ্রামের বাড়িতে ফেরার পথে ভান্ডারিয়রা ওভারব্রীজে ওঠার সময় ওত পেতে থাকা কয়েকজন সন্ত্রাসী তার ওপর অতর্কিতে হামলা শুরু করে। এসময় সন্ত্রাসীরা লোহার হাতুরী দিয়ে তার মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে সজ্ঞা হারিয়ে ফেলেন। তার মৃত্যু নিশ্চিত ভেবে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় উপস্থিত জনতা ধাওয়া করে আ. রহিম হাওলাদার (২৫) নামের এক সন্ত্রাসীকে ধরে পুলিশে সোপর্দ করে। আহত মিজানকে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় । পরে তাকে আশঙ্কা জনকঅবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে গভীর রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় দফায় স্থানান্তর করা হয়।

এ বিষয়ে ভা-ারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম জানান, তার মাথায় আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তর করা হয়েছে।
বর্তমানে তাকে বিবিড় পর্যবেক্ষনের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এ রাখা হয়েছে

ভান্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো.শফিকুল মিলনসহ কর্মরত সাংবাদিকগণ মিজানের ওপর হামলা ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনা সঙ্গে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন।

ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় আবদুর রহিম হাওলাদারকে অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে । এছাড়া ঘটনাস্থল থেকে একটি লোহার হাতুরী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক মিজানের বাবা আবদুস ছালাম বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...