ব্রেকিং নিউজ
Home - অপরাধ - নাজিরপুরে শিক্ষককে কুপিয়ে হত্যা : থানায় মামলা

নাজিরপুরে শিক্ষককে কুপিয়ে হত্যা : থানায় মামলা

 

পিরোজপুর প্রতিনিধি >>

পিরোজপুরের নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরধরে স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যায় অজ্ঞাত নামা আসামী করে থানায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরে নিহত স্কুল শিক্ষক সমীরণ মজুমদারের স্ত্রী আহত স্বপ্না মজুমদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। গুরুতর আহত সমীরণ মজুমদারের স্ত্রী স্বপ্না মজুমদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মামলার এজাহার দায়েরের জন্য একটি ভ্যানে করে নাজিরপুর থানায় নিয়ে আসা হয়েছে।
থানা এলাকায় কথা হয় এলাকার বয়োজেষ্ঠ জগদীশ রায়ের সাথে। তিনি জানান, বাংলাদেশ স্বাধীনতার অনেক আগে থেকেই বাগেরহাট জেলার চিতলমারী এলাকা থেকে কয়েকশ হিন্দু সম্প্রদায়ের পরিবার বলেশ্বর নদের তীরে জেগে ওঠা চরে বসবাস শুরু করে। পরে ওই খাসজমি সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে তারা বাড়িঘর তৈরীকরে বসবাস করে আসছে । স্বাধীনতার পর ওই ভোগদখলকৃত জমি নিয়ে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনেক দাঙ্গা-হাঙ্গামা ও মামলা-মোকদ্দমা হয়েছে। আর এ কারণে ইতিমধ্যে অনেক হিন্দু পরিবার ওই এলাকা ছেড়ে ভারতে চলে গেছে। নিহত সমীরণ মজুমদারের পরিবারের অন্যান্য অনেক সদস্য এখন ভারতে বসবাস করে। সমীরণ মজুমদার সরকারের কাছ থেকে প্রায় ১০ একর সম্পত্তি বন্দোবস্ত নিয়ে তাঁর স্ত্রী ও তিন শিশুসন্তান নিয়ে ওই বাড়িতে বসবাস করছিলেন। একপর্যায়ে বিভিন্ন কৌশলে চরের ওই খাসজমি দখল নেয়ার জন্য এলাকার প্রভাবশালী জোতদাররা সমীরণকে হত্যা করেছে বলে তিনি জানান। তিনি আরও জানান, কয়েক মাস আগেও একইভাবে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে সমীরণকে হত্যার চেষ্টা করা হয়েছিল। বর্তমানে ওই গ্রামে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

উল্লেখ্য,বুধবার দিবাগত রাত তিনটার দিকে সমীরণের ঘরের সিঁদ কেটে এক ব্যক্তি ঘরে ঢুকে। এসময় ঘরের লোকজন টের পেলে ওই ব্যাক্তি বের হয়ে যায়। পরে সমীরন দরজা খুলে বাইরে বের হলে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা সমীরণকে ধারালো অস্ত্রদারা এলোপাতারী কুপিয়ে আহত করে। তার চিৎকার শুনে স্ত্রী স্বপ্না এগিয়ে এলে তাকেও কুপিয়ে যখম করে সন্ত্রাসীরা। তাদের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন সমীরণ মজুমদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোর পাঁচটার দিকে তিন মারা যান।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, অজ্ঞাত নামা আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে অতি শিগ্রই আসামীদের গ্রেফতারের চেস্টা চালাচ্ছে। ইতিমধ্যেই এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে আটক করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...