ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় দুই পক্ষে সংঘর্ষ : ইউপি সদস্যসহ পাঁচজন আহত

মঠবাড়িয়ায় দুই পক্ষে সংঘর্ষ : ইউপি সদস্যসহ পাঁচজন আহত

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ার চিত্রা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিবদমান চাচা-ভাতিজা দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে।আজ রবিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ভাতিজা ইউপি সদস্য নাসির উদ্দিন ফরাজী (৩৫), চাচা হেমায়েত ফরাজী (৬০)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া গুরুতর আহত আল-আমিন(২৮) নামের এক যুবকের হাতের দুইটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেলে তাকে রবিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত আল-আমিন উপজেলার চিত্রা গ্রামের হেমায়েত ফরাজীর ছেলে ও নাসির উদ্দিন ২নম্বর ধানীসাফা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার চিত্রা গ্রামে আজ রবিার সকালে ভাতিজা ইউপি সদস্য নাসির উদ্দিন নিজ জমিতে মাটি কাটার সময় প্রতিপক্ষ চাচা হেমায়েত উদ্দিন ফরাজী ও তার ছেলেরা বাঁধা দেয়। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে হেমায়েত ফরাজী লাঠি দিয়ে আঘাত করে নাসির উদ্দিনের মাথা ফাঁটিয়ে দেয়। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে চাচা হেমায়েত ফরাজী, ভাতিজা নাসির ফরাজী, স্কুল ছাত্র বেল্লাল ফরাজী, শাহাবানু বেগম, আল-আমীন আহত হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি মৌখিক ভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...