ব্রেকিং নিউজ
Home - অপরাধ - কাঁঠালিয়ায় দাখিল পরীক্ষা কেন্দ্র মোবাইল ফোনে নকলে সহায়তার দায়ে শিক্ষকের কারাদণ্ড

কাঁঠালিয়ায় দাখিল পরীক্ষা কেন্দ্র মোবাইল ফোনে নকলে সহায়তার দায়ে শিক্ষকের কারাদণ্ড

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি >
ঝালকাঠির কাঠালিয়ায় চলতি দাখিল পরীক্ষা কেন্দ্রে ঢুকে মোবাইল ফোন দিয়ে নকলে সহায়তা করতে গিয়ে ্োটক হয়েছেন আবদুল বাতেন নামে এক মাদ্রাসা শিক্ষক। পরে আটককৃত মাদ্রাসা শিক্ষককে ভ্রাম্যমাণ আদালতে তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ কারাদণ্ডাদেশ দেন।

দন্ডিত শিক্ষক আবদুল বাতেন উপজেলার নেয়ামতপুরা সিনিয়র ফাযিল মাদ্রাসার বিএসসি শিক্ষক। আজ রবিবার উপজেলার আমুয়া চাঁদ মিয়া ফাযিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে গনিত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম জানান,পরীক্ষার হলে নকল সরবরাহের উদেশ্যে একটি মোবাইল ফোন নিয়ে শিক্ষক আবদুল বাতেন পরীক্ষা কক্ষে ঢোকেন।
পরীক্ষা কেন্দ্রে কোন দায়িত্বে না থেকেই নকলে সহায়তার উদ্দেশ্যে অনাধিকার পূর্বক কেন্দ্রে ঢুকে পুলিশের কাছে ধরা পড়েন ওই শিক্ষক।
পরে ভ্রাম্যমাণ আদালত এ অপরাধের জন্য তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...