ব্রেকিং নিউজ
Home - জাতীয় - কাউখালীর তালুকদার হাট ভোট কেন্দ্রের ভোট গ্রহণ বাতিলে নির্বাচন কমিশনের নির্দেশ

কাউখালীর তালুকদার হাট ভোট কেন্দ্রের ভোট গ্রহণ বাতিলে নির্বাচন কমিশনের নির্দেশ

কাউখালী প্রতিনিধি > ২২মার্চ অনুষ্ঠিত ১ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৪৬নম্বর শিয়ালকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়(তালুকদার হাট) কেন্দ্রের ভোট গ্রহণসহ ওই কেন্দ্রের সকল কার্যক্রম বাতিল করার নির্দেশ প্রদান করেছে নির্বাচন কমিশন।
গত ১৭ মে( মঙ্গলবার) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ এর উপ-সচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশ দেওয়া হয়। সেই সাথে জেলা নিবার্চন অফিসার ও রিটানিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
কাউখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাগেছে, নির্বাচনের দিন দুপুর ১২টা ১০ মিনিটে কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের তালুকদারহাট দনি শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক মেম্বর প্রার্থী ব্যালট বাক্স ছিনতাইয়ের প্রচেষ্টা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ৬ রাউন্ড গুলি চালায়। ভিন্ন ঘটনায় ওই কেন্দ্রের দুই মেম্বর প্রার্থীর মধ্যে সংর্ঘর্ষ ঘটলে ওই কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেয়া হয় এবং প্রিজাডিং কর্মকর্তা প্রতিদ্বন্দি চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীদেও ভোট বন্ধ সংক্রান্ত ঘোষনা পত্র দিয়ে আসে। কিন্তু পরবর্তীতে উক্ত প্রিজাডিং কর্মকর্তা উপজেলা সদরে এসে রিটানিং অফিসারের নিকট একটি ফলাফল দাখিল করে।
উক্ত ভোট কেন্দ্রর ফলাফল ও নানা অনিয়মের বিরুদ্ধে ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী গাজী সিদ্দিকুর রহমান মহামান্য হাইকোর্টে গত ৬ এপ্রিল একটি রিট আবেদন করেন এবং প্রধান নির্বাচন কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন। পরবর্তীতে নিবার্চন কমিশনের একটি তদন্ত দল অভিযোগ তদন্ত করে সত্যতা পায়।
ফলে কাউখালী ৫নম্বর শিয়ালকাঠী ইউনিয়নের ৪৬নম্বর শিয়ালকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়(তালুকদার হাট) কেন্দ্র ও ৪৭ নম্বর মধ্য শিয়ালকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়(মোল্লাবাড়ী) কেন্দ্রে পুনঃরায় ভোট গ্রহন অনুুষ্ঠিত হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...