অনলাইন ডেস্ক: পিরোজপুর জেলায় অনুষ্ঠিত পাইথন প্রোগ্রামিং প্রতিযোগিতায় মঠবাড়িয়ার কে এম লতিফ ইনস্টিটিউশন প্রথম স্থান অর্জন করেছে।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) জেলা প্রশাসন ও জেলা আইসিটি কার্যালয়, পিরোজপুরের উদ্যোগে জেলা প্রশাসনের সভাকক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন স্কুল অফ ফিউচার থেকে শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেন পিরোজপুর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কে লতিফ ইনস্টিটিউশন এর শিক্ষার্থীরা প্রথম স্থান অধিকার করায় মঠবাড়িয়ার শিক্ষাঙ্গনে আনন্দের বন্যা বইছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এ সাফল্যে গর্ব প্রকাশ করেছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.