অনলাইন ডেস্ক: পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় এ নতুন প্রধান শিক্ষক হিসেবে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ আকতার হোসেন।
শিক্ষাক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী এই শিক্ষাবিদ এর আগে ভান্ডারিয়ার বন্দর সরকারি বালিকা বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি নিষ্ঠা, দক্ষতা ও সততার সঙ্গে শিক্ষাদান এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে সহকর্মী ও শিক্ষার্থীদের আস্থা অর্জন করেন।
একজন আদর্শ শিক্ষক ও দক্ষ প্রশাসক হিসেবে মোঃ আকতার হোসেন শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীদের কাছে সমানভাবে সম্মানিত। শিক্ষার্থীদের নৈতিক বিকাশ, শৃঙ্খলা রক্ষা ও মানসম্মত পাঠদানের বিষয়ে তিনি সবসময় বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে পূর্ববর্তী কর্মস্থলগুলোতে শিক্ষার মান উন্নয়ন এবং একটি সুষ্ঠু শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছিল।
নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি অঙ্গীকার ব্যক্ত করেন যে, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন, শিক্ষাদানের মানোন্নয়ন এবং ছাত্রীদের জন্য একটি নিরাপদ, আধুনিক ও আদর্শ শিক্ষাঙ্গন গড়ে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তাঁর আগমনকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। সকলের প্রত্যাশা— তাঁর গতিশীল নেতৃত্বে সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় শিগগিরই একটি গুণগত মানসম্পন্ন ও উদাহরণযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.